স্থলবন্দরের অবকাঠামো দিবে উন্নয়নের এক নতুন মাত্রা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৬ মে, ২০১৬, ০৪:০৯:৩৫ বিকাল



প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক যোগাযোগ বাড়াতে এবং পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে দেশের স্থলবন্দরের অবকাঠামোর উন্নয়ন ছাড়া কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থলপথে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় সরকার। প্রতিবেশী দেশ ভারত থেকে কয়লা ও পাথর আমদানি করতে দুই স্থলবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হচ্ছে। বন্দর দুটি হচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর।বন্দর দুটির সক্ষমতা বাড়ানোসহ দুদেশের আমদানি-রপ্তানি পণ্য সামগ্রী নিরাপদে সংরক্ষণ ও উঠানামা করার সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এরই মধ্যে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ‘গোবড়াকুড়া-কড়ইতলী স্থলবন্দর উন্নয়ন’ নামের এ প্রকল্পে সাড়ে ৬৭ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। ২০১০ সালে এগুলো বন্দর হিসেবে ঘোষণা করা হলেও ছিল না প্রয়োজনীয় সুবিধা। এ লক্ষ্যে সরকার বন্দর দুটিতে ভারতের সঙ্গে কয়লা ও পাথর আমদানির গুরুত্বের কথা বিবেচনা করে অবকাঠামো উন্নয়েনের উদ্যোগ গ্রহন করতে যাচ্ছে।



বিষয়: বিবিধ

৯৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File