ক্রম বিকাশমান অর্থনীতির কারনে চরম হতাশা ও বিরক্ত পশ্চিমা বিশ্ব

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৫ মে, ২০১৬, ০৫:৩৯:৫০ বিকাল

তলাবিহীন ঝুড়িটি সমৃদ্ধ হয়ে যাবে, স্বনির্ভর হয়ে যাবে তা মানতে পারছে না দেশী-বিদেশী অক্ষ-শক্তি। কারন নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০ এবং আমেরিকার অবস্থান ৩৮। সে হিসাবে আমেরিকা আমাদের চেয়েও বিপজ্জনক দেশ। আসলে এসব কোন বিষয় নয়, বিষয় হলো শেখ হাসিনার নেতৃত্বে সকল সূচকে এগিয়ে চলা বাংলাদেশের গতিকে থামিয়ে দেয়া। জামাত-বিএনপি’র কাছ থেকে লবিস্ট হিসাবে নেয়া হাজার কোটি টাকার বৈধতা দেয়া। অন্য একটি পরিসংখ্যান হলো, বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় ১ নম্বর দেশ সিঙ্গাপুর, ৩০ নম্বর বাংলাদেশ, ৩৮ নম্বর আমেরিকা, ৩৯ নম্বর অস্ট্রেলিয়া। আর গোলযোগপুর্ণ ও জঙ্গি হামলার তালিকায় ১ নম্বরে সিরিয়া, ২৩ নম্বরে বাংলাদেশ এবং ১১ নম্বরে রাশিয়া। তো আগামী বিশ্বকাপ আয়োজন করবে রাশিয়া এবং সেখানে অস্ট্রেলিয়া এবং আমেরিকা উভয় দেশই অংশ নিবে। অর্থাৎ নিরাপত্তা ইস্যুটি গৌণ, মুখ্য হলো আমাদের ক্রম বিকাশমান অর্থনীতির কারনে পশ্চিমা বিশ্ব চরম হতাশ ও বিরক্ত। সেই হতাশা থেকেই এই অসদাচারন। তবে আল্লাহ মেহেরবান।

বিষয়: বিবিধ

৮১০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370106
২৫ মে ২০১৬ রাত ১০:২৪
হতভাগা লিখেছেন : বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিউইয়র্কের চেয়ে অনেক ভাল । NYPD বাংলাদেশ পুলিশ থেকে কিছু লোকদের Consultant হিসেবে নিয়োগ দিতে পারে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File