চিকিৎসা বিজ্ঞানের নতুন বিস্ময় 'ই-স্কিন'
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৩ মে, ২০১৬, ০৩:২০:১৮ দুপুর
মানুষের শরীরের স্কিন বা চামড়াকে সর্ববৃহৎ অঙ্গ বলা হয়। আবার এই স্কিন যদি মানুষের রোগ নির্ণয় করতে সক্ষম হয় তাহলে কেমন হয়? ভাবতেই কেমন জানি চমক লাগছে। জাপানের এক বিজ্ঞানী এমনই এক স্কিন তৈরি করেছেন যা রোগ নির্ণয় করতে সক্ষম হচ্ছে। এই আবিষ্কৃত স্কিনকে 'বায়োনিক' বা 'ই-স্কিন' বলে। স্কিনটি আবিষ্কার করেছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী। চিকিৎসাবিজ্ঞানের এই আবিষ্কার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই বায়োনিক স্কিনটির মাধ্যমে একজন মানুষের শরীরের অভ্যন্তরে কী ঘটছে তা জানা সম্ভব হচ্ছে। এটি একজন চিকিৎসকে কারো অসুস্থতার ব্যাপারে তথ্য সরবরাহ করবে, কারো শরীর কখন অসুস্থ হয়ে পড়বে এ ব্যাপারে সতর্কবার্তা দিতে পারবে। এমনকি এর মাধ্যমে একজন মানুষের রোগ নির্ণয়ও করা যাবে। আর এসব কিছু হবে কেবল স্পর্শের মাধ্যমে। বায়োনিক স্কিনটির আবিষ্কার চিকিৎসাবিজ্ঞানকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বড় বড় রোগের চিকিৎসার জন্য তো মানুষ এখনও পশ্চিমেই দৌড় লাগায় ।
মন্তব্য করতে লগইন করুন