ষড়যন্ত্রের তদন্ত নয় কেন?
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ মে, ২০১৬, ০৫:৪৩:৩৪ বিকাল
বিএনপির সাথে ইসরাইলের সম্পর্ক এটা কোনমতে মেলানো যাচ্ছে না। কারন বিএনপি সব সময় ফিলিস্তেনের সাথে ভালো সম্পর্ক ছিল। তাই বিএনপির আলাদা কোন চিন্তা আছে কিনা এটা হলো প্রশ্ন। আমরা জাতিগতভাবে ইসরাইলকে ঘৃণা করি। ফিলিস্তিনিরা আমাদের ভাইদের মত। তাদের উপর ইসরাইলিরা জোর জবরদস্তি চালায়। বিএনপি নেতা এবং ইসরাইলি প্রতিনিধির মধ্যে বৈঠক এটা কোন স্বাভাবিক ঘটনা নয়। এটা আমাদের জাতির জনা উদ্বেগের বিষয়। দেশের মানুষের উপর এটা একটা আঘাত। এ ঘটনা প্রমান করে যে বিএনপির সাথে ইসরাইলের সখ্যতা আছে। এটা জাতির জন্য দূর্ভাগ্য। ভারতের মিলিটারি সংস্থার সাথে ইসরাইলের সম্পর্ক আছে। তাই ভারতে ইসরাইলী নাগরিকের সাথে বাংলাদেশের নাগরিকের আলোচনা আমাদের সিরিয়াসলি নিতে হবে। আসলাম চৌধুরীর সাথে সাফাদির আলোচনার ফলে পাবলিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফলে সবাই মনে করছে বিএনপি ষড়যন্ত্র করছে আর সেটা অসম্ভব কিছু নয়। এর জন্য দরকার সঠিক তদন্ত। তাতে সত্য উদঘাটন হবে। জনগণ ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে পারবে।
বিষয়: বিবিধ
৮৮৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সরকার ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এর ব্যাখ্যা চাইতে পারে , ব্যাখ্যা চাইতে পারে দিল্লীর কাছেও ।
সরকার কি সেটা করবে ? সরকারের সাফল্য বয়ানকারী জনাব ইগল , কি মনে হয় ?
আবারও, তদন্তটা কইরা কি শাস্তি দিলেন কইয়েন কিন্তু!
মন্তব্য করতে লগইন করুন