আগামী অর্থবছরে বৃদ্ধি পাচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৪ মে, ২০১৬, ০৩:৫৮:০২ দুপুর



পদ্মা সেতুর কারণে পরিবহন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিশ্রুতির চেয়ে ১ হাজার ৫০০ কোটি টাকার বরাদ্দ বাড়িয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।তাই আগামী অর্থবছরের (২০১৬-১৭) উন্নয়ন বরাদ্দ রাখা হচ্ছে ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা।অর্থ মন্ত্রণালয়ের সম্পদ কমিটির সুপারিশ ও পরিকল্পনা কমিশনের দেয়া প্রস্তাবনার চেয়ে এই আকার দেড় হাজার কোটি টাকা বেশি। আগে প্রস্তাবিত আকার ছিল ১ লাখ ৯ হাজার ২০০ কোটি টাকার। বাড়তি এই ১৫০০ কোটি টাকা গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে বরাদ্দ দেয়া হবে। চলতি অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় নতুন এডিপির আকার ২১.৬৪ শতাংশ বা ১৯ হাজার ৭০০ কোটি টাকা বেশি। নতুন এডিপিতে অর্থায়ন হবে স্থানীয় মুদ্রা বা জিওবি থেকে ৭০ হাজার ৭০০ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ৪০ হাজার কোটি টাকা। তবে সংস্থার অর্থ যোগ করলে এডিপির আকার হবে ১ লাখ ২৩ হাজার ৩৪৫ কোটি টাকা। মন্ত্রণালয়গুলোর চাহিদা পর্যালোচনা করে প্রধানমন্ত্রী দেড় হাজার কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত দেন। চলতি ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত এডিপির আকার ৯১ হাজার কোটি টাকা। এডিপির প্রস্তাবনা থেকে জানা গেছে, উন্নয়ন বাজেটে পরিবহন খাতে সর্বোচ্চ ২৬ দশমিক ১০ শতাংশ বরাদ্দ দিয়ে আগামী ২০১৬-১৭ অর্থবছরের চূড়ান্ত করা হয়েছে। পদ্মা বহুমুখী সেতুর কারণেই পরিবহন খাতে বরাদ্দ চলতি সংশোধিত এডিপির তুলনায় ৪ দশমিক ৯৯ শতাংশ বেশি দেয়া হয়েছে। আগামী অর্থবছরের জন্য ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে জোগান দেয়া হবে ৭০ হাজার ৭০০ কোটি টাকা। আর বিদেশি সহায়তা পাওয়া যাবে ৪০ হাজার কোটি টাকা। এর বাইরে সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় ১২ হাজার ৬৪৫ কোটি টাকা।

বিষয়: বিবিধ

৯৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File