আরও একটি মহতী উদ্যোগ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১০ মে, ২০১৬, ০৪:০৫:৫৪ বিকাল
শিশু-কিশোরা সুষ্ঠুভাবে বেড়ে উঠতে প্রয়োজন খেলার মাঠ, মুক্ত আকাশের নিচে নির্বিঘ্নে ছোটাছুটি করার সুযোগ। সে কথা বিবেচনা করেই রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানে বাংলাদেশ পাটকল করপোরেশন‘র মালিকানাধীন সাড়ে দশ বিঘা জমি কিনে নিয়ে খেলার মাঠ তৈরির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই জমিতে কোনো ধরনের আয়-বর্ধক প্রকল্প চালু না করে জমিটি খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে। এই এলাকায় ব্যবসায়িক কোনো প্রকল্প হলে তাতে পরিবেশ আরো বিষিয়ে উঠবে, যানজট বাড়বে। সবকিছু চিন্তা করে গুলশানের সাধারণ মানুষের জন্য ‘বিনোদনের স্পট’ তথা খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল বিজেএমসির সম্পত্তি বিক্রি না করে তাতে আয়-বর্ধক প্রকল্প চালু করতে। নির্দেশনা অনুযায়ী এই জমিতে একটি ফাইভ স্টার হোটেল ও আবাসিক প্রকল্প বাস্তবায়ন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু গুলশানের মানুষের কথা চিন্তা করেই জমিটি খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহারে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগরী এমনিতেই যান্ত্রিক শহর, ফ্লাটের চার দেয়ালের মধ্যে বন্দী অধিকাংশ শিশুর জীবন। এই সব চিন্তা করেই খেলার মাঠের জন্য জমিটি বরাদ্ধ দেওয়া হয়।
বিষয়: বিবিধ
৭৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন