রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৭ মে, ২০১৬, ০৩:০৫:৪৩ দুপুর
বিশ্বায়নের যুগে ব্যবসা-বাণিজ্য আর ছোটখাটো অবস্থানে সীমাবদ্ধ নেই। অভ্যন্তরীণ গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে পণ্য বেচাকেনায় প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশিরাও। বাংলাদেশে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, যারা নানা ধরনের পণ্য আমদানি-রপ্তানি করে থাকে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি কিছু কিছু পণ্যের চাহিদা রয়েছে। বাংলাদেশেও বৈদেশিক পণ্যের চাহিদা ও ঘাটতি থাকায় আমদানি-রপ্তানি খাতে অনেক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতার কারণে রপ্তানি আয়ে সুবাতাস বইছে। অর্থবছরের ১০ মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৯ দশমিক ২২ শতাংশ। গত ৭ মাস ধরে রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাস জুলাই রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। সে মাসে আয় কমে যায় ১১ দশমিক ৯৬ শতাংশ। তবে আগস্টে অবস্থার উন্নতি হতে শুরু করে। প্রথম ১০ মাসের এই রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। পোশাক খাতসহ গুরুত্বপূর্ণ বেশকিছু খাতে রপ্তানি প্রবৃদ্ধি ভাল। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে অর্জিত দুই হাজার ৭৬৩ কোটি ৭২ লাখ ডলারের পণ্য রপ্তানি আয়ের মধ্যে তৈরি পোশাক খাত থেকেই এসেছে ২ হাজার ২৬৩ কোটি ৬৭ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের পোশাক খাতে রপ্তানি আয় অর্জিত হয়েছে ২ হাজার ৫৬ কোটি ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশ। চলতি অর্থবছর তিন হাজার ৩৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। গত অর্থবছর দেশের পণ্য রপ্তানি আয় ছিল তিন হাজার ১২০ কোটি ডলার।
বিষয়: বিবিধ
৯১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন