অপরাধী যেই হোক না কেন...!!!

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৪ মে, ২০১৬, ০৩:০৮:৫২ দুপুর



চুরি যাওয়া অর্থ ফেরত দেয়ার প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণের জন্য ইতোমধ্যে ফিলিপিন্স সিনেটের ব্লু রিবন কমিটি এএমএলসিকে নির্দেশনা দিয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলা বর্তমানে তদন্তাধীন। এ অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি সে দেশী বা বিদেশী যেই হোক না কেন, সম্ভাব্য সকল আইনের আওতায় তাকে আনা হবে। এ ব্যাপারে সরকার বদ্ধপরিকর। ফিলিপিন্সে পাঠানো চুরিকৃত অর্থ ফেরত আনার লক্ষ্যে ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময়ের মধ্যে ফিলিপিন্সের সিনেট কমিটিতে অনুষ্ঠিত সকল শুনানিতে তিনি বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন। চুরিকৃত অর্থ উদ্ধারে ফিলিপিন্সের ডিপার্টমেন্ট অব জাস্টিসসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংক ও এএমএলসির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। ইতোমধ্যে অভিযুক্তদের কাছ থেকে এখন পর্যন্ত ৯ দশমিক ৮২২ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপিন্সের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এএলএমসিয়ের কাছে জমা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধারে ফিলিপিন্সের বিচারবিষয়ক সব সংস্থার সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে শ্রীলঙ্কায় পাঠানো অর্থের পুরোটাই (১৯ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার) নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা হয়েছে। এ অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি দেশী বা বিদেশী যেই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করতে হবে।

বিষয়: বিবিধ

৭৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File