বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩০ এপ্রিল, ২০১৬, ০৩:৩৬:৩০ দুপুর



আধুনিক যুগের মানুষের কাছে বৈশ্বায়ন ও বিশ্বকে হাতের মুঠোতে নিয়ে আসার জন্য ফেসবুকের চেয়ে ভাল কিছু নেই। একটি স্ট্যাটাস, ছবি, ভিডিও পরিবর্তন করে দিতে অনেক কিছু। বিপ্লব ডেকে আনতে পারে অন্যায়ের বিরুদ্ধে। ফেসবুক প্রতি ছয় মাস অন্তর এ প্রতিবেদন প্রকাশ করে। এতে কোন দেশের সরকার ফেসবুকের কাছে কী অনুরোধ জানায়, তা তুলে ধরা হয়। তবে কোন অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়, তা উল্লেখ করা হয় না। অতীতে ফেসবুক কর্তৃপক্ষের নিকট অ্যাকাউন্টের তথ্য চাওয়া হলেও ২০১৫ সালের প্রথম ছয় মাস পর্যন্ত বাংলাদেশের কোনো অনুরোধে সাড়া না দিলেও সরকারের ঐকান্তিক আন্তরিক প্রচেষ্টায় প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়ে করা অনুরোধে সাড়া দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ২০১৩ সালের আগস্টে মোট সাতটি অনুরোধের মাধ্যমে ১২ জনের তথ্য চাওয়া হয়েছিল। ২০১৪ সালের শেষ ছয় মাসে পাঁচটি অনুরোধের মাধ্যমে পাঁচজনের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য জানতে চেয়েছিল সরকার। ওই বছরের প্রথম ছয় মাসে ফেসবুকের কাছে ১৭টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল বাংলাদেশ সরকার। ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ওই সময় ১২টি অনুরোধে ৩১টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। ওই বছরের জানুয়ারি থেকে জুন এই ছয় মাসে ফেসবুকের কাছে তিনটি অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চেয়েছিল বাংলাদেশ সরকার। তবে সরকারের ওই অনুরোধে ফেসবুক সাড়া দেয়নি। সম্প্রতি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চারটি কনটেন্ট সরিয়ে ফেলার অনুরোধ করে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে তারা। অনুরোধে সাড়া দেয়ার হার ১৬ দশমিক ৬৭ শতাংশ। এ ছাড়া চারটি কনটেন্ট সরিয়ে ফেলা হয়েছে।

বিষয়: বিবিধ

৮৫৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367569
৩০ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৪
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : সবকিছুই হাতের মুঠোয় নিয়ে নিতে চাই সরকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File