২০৩০ সালের মধ্যে দেশে দরিদ্রের সংখ্যা নেমে আসবে শূন্যের কোঠায়
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৭ এপ্রিল, ২০১৬, ০৪:২০:৪০ বিকাল
বাংলাদেশে অব্যহত উন্নয়নের যে ধারাবাহিকতা বজায় রয়েছে তার প্রেক্ষিতে বলা য়ায়, ২০৩০ সালের মধ্যে এ দেশের দরিদ্র মানুষের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে। ২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্থনীতিতে বাংলাদেশ হবে ২৩তম শক্তিশালী দেশ। ‘আমাদের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকা শক্তি হচ্ছে এদেশের কৃষক, কামার, জেলে, তাঁতীসহ খেটে খাওয়া মানুষ। এ জন্যই আমাদের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে কে কি বলছে তা নয় বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আমরা কি করছি তার ওপর বিশ্বাস রাখতে হবে। প্রবৃদ্ধি অর্জনের যে স্বপ্ন সামনে রাখা হয়েছে বাংলাদেশ তা স্পর্শ করবেই। ৫ বছর আগেও এ দেশে শতকরা একভাগ মানুষ টেকনিক্যালি সাউন্ড ছিলনা। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শতকরা বিশভাগ মানুষকে কারিগরি জ্ঞানসম্পন্ন করে গড়ে তুলবে এ লক্ষ্য নিয়ে কাজ করায় সে লক্ষ্য আজ অর্জন করা সম্ভব হয়েছে। এর ফলে উৎপাদনক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং জিডিপিতেও প্রবৃদ্ধি বাড়বে।
বিষয়: বিবিধ
৭৫৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন