নির্মাণ হচ্ছে দ্বিতীয় আবাসিক প্রকল্প

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৮ এপ্রিল, ২০১৬, ০৩:৩৫:৪৩ দুপুর



বর্তমানে দেশে প্রচুর পরিমাণে উন্নয়ন হয়েছে। রাস্থা ঘাট নির্মাণ সেতু, পানি উন্নয়ন, কৃষি সম্প্রসারণ, বিদ্যুৎ উৎপাদন, এবং আবাসন প্রকল্প স্থাপন সহ নানা ধরনের উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ হয়েছে এবং হচ্ছে। তারই ধারাবাহিকতায় মিরপুরের পর এবার সরকারি উদ্যোগে ১৭০ একর আয়তনের বিশাল ‘আধুনিক আবাসন প্রকল্প’ হাতে নেওয়া হচ্ছে কড়াইল বস্তিতে। এখানে পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে। পরিকল্পনা অনুসারে এটি হবে সরকারের পিপিপি ভিত্তিক দ্বিতীয় আবাসিক প্রকল্প। এ প্রকল্পে ৩০ তলার ১৭টি আবাসিক ভবন নির্মাণ করা হবে। এতে বসবসাসের সুযোগ পাবে প্রায় সাড়ে চার হাজার পরিবার। পরিপূর্ণ একটি আধুনিক শহরের আদলেই মধ্যবিত্তের জন্য স্বপ্নের ঠিকানা হবে এই প্রকল্প। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রয়োজন দেখা দিচ্ছে নতুন বাসস্থানের। তাই ঢাকা শহরে বাসস্থান বেড়ে যাচ্ছে খুব দ্রুতগতিতে। জনসংখ্যা যত বাড়ছে, বাড়ির সংখ্যা তত বাড়ছে। তাই এর গুণগত মান সঠিক রাখার দিকে মনোযোগী হয়ে সরকার এই মহৎ উদ্যোগটি গ্রহণ করেন। মানুষের সকল সুযোগ সুবিধার কথা চিন্তা করে সরকার সকল প্রকার প্রকল্প হাতে নিচ্ছেন এবং তা বাস্তবায়ন করছেন। 



বিষয়: বিবিধ

৮৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File