দেশের সকল টেলিফোন একচেঞ্জ ফাইবার অপটিক কেবল নেটওয়ার্কে আনতে বিশেষ পদক্ষেপ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ এপ্রিল, ২০১৬, ০৭:৪০:১৯ সন্ধ্যা
দেশের সব টেলিফোন এক্সচেঞ্জ ফাইবার অপটিক কেবল নেটওয়ার্কের আওতায় আনার কাজ শুরু হয়েছে। কাজটি ২০১৭ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের গ্রাম পর্যায়ে ল্যান্ড টেলিফোন সেবা পৌঁছে যাবে। বর্তমানে এক হাজার ৪টি ইউনিয়ন ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি (বিটিসিএল) ও চীন সরকার নির্বাচিত মেসার্স চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের (সিএমইসি) সঙ্গে এরই মধ্যে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হয়েছে। ফাইবার অপটিক কেবল স্থাপনের পাশাপাশি প্রতিটি এক্সচেঞ্জের পুরনো ট্রান্সমিশন যন্ত্রপাতি ও কপার-বেজড টেলিফোন নেটওয়ার্ক পরিবর্তন করে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। এর আগে রাজধানীর ১ লাখ পুরনো টেলিফোন ফাইবার অপটিক কেবল নেটওয়ার্কের আওতায় আনাসহ ৭১ হাজার নতুন সংযোগ দেয়ার কাজ বাস্তবায়ন করছে বিটিসিএল। সারাদেশে বিটিসিএলের ৯ লাখ ৩০ হাজার ল্যান্ডফোন গ্রাহক রয়েছে। এখনও ৬ লাখ ৮০ হাজার গ্রাহক আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্কের বাইরেই রয়ে গেছে। এজন্য চীনের অর্থায়নে নেয়া এ প্রকল্পটির মাধ্যমে সাত লাখ গ্রাহককে ফাইবার কেবল নেটওয়ার্কের আওতায় আনা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সারা দেশেই ল্যান্ডফোনের মাধ্যমে ভয়েস-ডাটা ও ভিডিও সুবিধা পাওয়া যাবে। ২০১৭ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হলে ল্যান্ড টেলিফোনে সব ধরনের আধুনিক সেবা পাওয়া সম্ভব হবে।
বিষয়: বিবিধ
৮৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন