সম্পর্কের মাইলস্টোন

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১২ এপ্রিল, ২০১৬, ০৩:৩০:৪৭ দুপুর



বর্তমান সরকারের আমলে গণমাধ্যমের জন্য যে সুযোগ সৃষ্টি করছেন, তাঁর চেয়ে বেশি সুযোগ আর কেউ সৃষ্টি করেননি, এত সুযোগ আর কখনো কেউ দেখেননি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ,সরকারের নানাবিধ কর্মসূচি ও সহায়তা মাধেমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে নানাবিধ উন্নয়ন এর কাজ সম্পূর্ণ হয়ছে। তারই ধারাবাহিকতায় দেশের গভীর সমুদ্র বন্দর স্থাপন হচ্ছে। বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর স্থাপন করতে চাচ্ছে ভারত এবং সেই লক্ষে শীর্ষ পর্যায়ের সাম্ভব্যতা যাচাই বাচাই করা হচ্ছে। বাংলাদেশের মাটিতে একটা গভীর সমুদ্র বন্দর স্থাপন হলে প্রতিবেশি রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। বন্দর নির্মাণের জায়গাটি সরেজমিনে দেখার পাশাপাশি ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হচ্ছে। বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে। বাংলাদেশের পটুয়াখালিতে ভারতীয় উদ্যোগে প্রস্তাবিত এই পায়রা বন্দর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা মাইলস্টোন। পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের দেশের সম্পর্ক উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকারের যুগোপযুগি পদক্ষেপের জন্যই দেশ এগিয়ে যাচ্ছে।



বিষয়: আন্তর্জাতিক

৮৮১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365619
১৩ এপ্রিল ২০১৬ সকাল ১১:২০
হতভাগা লিখেছেন : ভারতের সাথে একদিক দিয়ে সম্পর্ক হট হচ্ছে অন্যদিকে মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক শীতল হচ্ছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File