এশিয়ার বৃহত্তম কারাগার এখন ঢাকার কেরানিগঞ্জে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৯ এপ্রিল, ২০১৬, ০২:৪২:৩১ দুপুর
বাংলাদেশের অন্য কারাগারের চেয়ে অনেক আধুনিক এবং সুপরিসর যায়গায় গড়ে উঠেছে শুধু বাংলাদেশ নয় এশিয়ার সর্ববৃহৎ কারাগার। অপরাধীরাও তো মানুষ। যতোটা সম্ভব খোলামেলা ও সুন্দর পরিবেশ রাখার সব রকম চেষ্টা করেই তৈরি করা হয়েছে এই কারাগারটি। ঢাকা থেকে ৮ কিলোমিটার দূরে ঢাকা-মাওয়া সড়কের দক্ষিণে রাজেন্দ্রপুরে প্রায় ৩১ একর জমির ওপর নির্মিত কারাগারের বন্দি ধারণ ক্ষমতা চার হাজার ৫৯০ জন। নতুন কারাগার উদ্বোধনের পরপরই পুরনো কারাগার থেকে অতিরিক্ত বন্দিদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হবে। পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডে বর্তমান ঢাকা কেন্দ্রীয় কারাগার ১৭৮৮ সালে স্থাপিত হয়। বর্তমান ঢাকা কেন্দ্রীয় কারাগার যার ধারণ ক্ষমতা দুই হাজার ৮২৬ জন কিন্ত বর্তমানে সেখানে বন্দি আছে প্রায় তিনগুণ। অন্যদিকে পুরাণ ঢাকার যানজটের কারনের আসামীদের কারাগারে আনা নেওয়া ভীষণ কষ্টসাধ্য এবং জরাজীর্ণ। প্রাচীন ভবনে ঝুকি এবং অসাস্থ্যকর পরিবেশে বন্দিরা মানবেতর জীবন যাপন করছিল। কারাগারটি সরানো হলে পুরান ঢাকা অনেকটাই যানজটমুক্ত হবে এবং সুন্দর ও পরিকল্পিলতভাবে গড়ে উঠবে নতুন নতুন স্থাপনা।
বিষয়: বিবিধ
৭৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন