জিডিপি প্রবৃদ্ধি ছাড়ালো ৭ শতাংশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৬ এপ্রিল, ২০১৬, ০৫:২৫:২৫ বিকাল



দেশের অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে। জিডিপির প্রবৃদ্ধি প্রথমবারের মতো সাত শতাংশ ছাড়িয়েছে। বাংলাদেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি প্রথমবারের মতো এটা চলতি অর্থবছরের প্রথম নয় মাসের হিসাব। গত জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে প্রবৃদ্ধি চলতি অর্থবছরে সরকার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে সাত শতাংশ। আগের বছর যা ছিল ৭.৩ শতাংশ। যদিও অর্থবছর শেষে মূল হিসাবটা জানা যাবে, তারপরও নয় মাসের হিসাবটি লক্ষ্যমাত্রা পূরণের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে । আমাদের রপ্তানি আয় বাড়ছে, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বিনিয়োগ পরিস্থিতিও এখন বেশ ভালো। মুদ্রা সম্প্রসারণ নীতি আর জনকল্যাণে সরকারের ব্যয় বৃদ্ধি ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হয়েছে। এর পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রেমিটেন্স বৃদ্ধি, পদ্মাসেতু নির্মাণও উচ্চ প্রবৃদ্ধিতে অবদান রাখছে। এশীয় উন্নয়ন ব্যাংক চলতি বছর ৬.৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস দিয়েছে। আগের বছরের চেয়ে বেশি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমএফসহ আন্তর্জাতিক দাতাসংস্থাগুলোও। তবে এসব দাতা সংস্থার পূর্বাভাসের চেয়ে বরাবরই বেশি হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৬.৫৫ শতাংশ। ২০১৩-১৪ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৬.১২ শতাংশ। তখন দাতা সংস্থাগুলো আরও কম হারে প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বরাবর বিশ্বের কাছে এক বিষ্ময়। জিডিপির প্রবৃদ্ধি নিয়ে বিশ্বের শীর্ষস্থানে উঠবে বাংলাদেশ।

বিষয়: বিবিধ

৭৯৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364826
০৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪৭
নকীব কম্পিউটার লিখেছেন : জিডিপি কি জিনিস?

খায় না মাথায় দেয়?
--আবুল মাল!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File