কোনটা বেশি নিরাপদ, ডিজিটাল না কালির ছাপ?

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৪ এপ্রিল, ২০১৬, ০৬:১৯:৩৮ সন্ধ্যা



এক সময় ইন্টারনেটের জন্য সাবমেরিন কেবল সংযোগ দেয়া হয়নি দেশের "গোপন তথ্য" পাচার হয়ে যাবার ভয়ে। এখন শুরু হয়েছে মোবাইল সিম রেজিস্ট্রেশনে আঙ্গুলের ছাপ দেয়া নিয়ে বিতর্ক। যে কম্পিউটারের মাউসই ঠিকমতো নাড়াতে পারেনা, সেও দেখি পোস্ট দিচ্ছে ফেসবুকে বায়োমেট্রিক পদ্ধতির বিরোধীতা করে! সিম রেজিস্ট্রেশনের সময় আঙ্গুলের ছাপতো আগেও দিয়েছে সবাই ফরমে, তবে সেটা কালির ছাপ, ডিজিটাল না। তখন কোন সমস্যা হয়নি, এখন মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে। এখন যেটা করা হয়, আঙ্গুলের ডিজিটাল ছাপ ন্যাশনাল আইডির ডেটাবেজের সাথে মিলিয়ে দেখা হয়, মিলে গেলে সিম ওনারের প্রোফাইলটা ভেরিফাই করে দেয়া হয়, ছাপটা আর স্টোর করা হয়না কোথাও। আগে বরং ফরমে আঙ্গুলের কালির ছাপটা থেকে যেতো অপারেটরের কাছে। তাহলে আঙ্গুলের ছাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে কোনটা বেশি নিরাপদ, ডিজিটাল না কালির ছাপ? আমার ন্যাশনাল আইডি দিয়ে আমি সিমকিনলাম, দোকানদার ইচ্ছা করলে সেই আইডি কপি করে একজন সন্ত্রাসীর কাছেও সিম বিক্রী করতে পারতো। বায়োমেট্রিক পদ্ধতির ফলে এই কাজটা কিন্তু সে করতে পারবেনা। এটা আমাদের ভালোর জন্যই। বায়োমেট্রিক নিবন্ধন বন্ধ করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে, কারণ এ প্রক্রিয়া সফল হলে যারা অবৈধ ভিওআইপি করে কোটি কোটি টাকা কামাই করছে, চাঁদাবাজী করছে এবং সন্ত্রাসী কাজ করছে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। বার বার সিম রেজিস্ট্রেশন অবশ্যই খুব বিরক্তিকর, তবে সরকার একটা ভালো কাজ করছে, আমার মনে হয় আমাদের উচিৎ সেটাতে সহযোগীতা করা।

বিষয়: বিবিধ

৮২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File