মিথ্যা বুলির চেয়ে নিরবতা শ্রেয়!
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০১ এপ্রিল, ২০১৬, ১১:০৯:০৯ সকাল
কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। বাবা কুমিল্লা সেনানিবাসের বেসামরিক কর্মচারী বলে সেনানিবাসের কোয়ার্টারেই পরিবারের সঙ্গে থাকতেন ভিক্টোরিয়া কলেজে ইতিহাস বিভাগের ছাত্রী তনু৷ লেখাপড়ার পাশাপাশি কলেজে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন৷ হাতখরচের টাকা যোগাড় করতে ছাত্র পড়াতেন সোহাগী জাহান তনু৷ সেদিন বিকেলেও বাড়ির কাছেই গিয়েছিলেন ছাত্র পড়াতে৷ বাবার সাথে থাকার সুবাদে সোহাগী জাহান তনুর বেড়ে উঠা সেনানিবাসের ভিতরেই। প্রতিদিনের মত সেদিন ও গিয়েছিল ছাত্র পড়াতে কিন্তু ফেরা হয়নি তনুর। গত ২০শে মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় এক গহীন জঙ্গলে পাওয়া যায় সোহাগী জাহান তনুর লাশ৷ এ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কিছু মহল সেনানিবাসের দিকে আঙুল তুলার চেষ্টা করছে। এহেন অযাচিত মন্তব্য শুধু সেনানিবাস তথা পুরো সেনাবাহিনীর উপর ক্ষোভের বহিপ্রকাশ নয় কী? দেশের একজন সাধারন মানুষ হিসেবে বিবেকের তাড়নায় বলব অনুমান নির্ভর হয়ে তিলকে তাল করে দেশের সাধারন মানুষের মনে ভ্রান্ত ধারনা দেওয়ার চেয়ে নিরবতা অনেক শ্রেয়।
বিষয়: বিবিধ
৯৫১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার এ পোস্টটি একটু ভিন্নরকম হয়ে গেল না??
ওরা তো অহরিচিত কেউ নয়!
আর এটাতেও দেখা যাচ্ছে "সব শিয়ালের এক রা"
আপনি হঠাৎ করে উল্টো সূরে গাইলেন যে?
মন্তব্য করতে লগইন করুন