আউশ মৌসুমে প্রণোদনা পাচ্ছেন ৩১ হাজার কৃষক

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৮ মার্চ, ২০১৬, ০৩:৩৩:৪০ দুপুর



আউশ চাষে ৩৩ কোটি ৬২ হাজার ২৩৫ টাকা প্রণোদনা দেবে কৃষি মন্ত্রণালয়। দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও বরেন্দ্র অঞ্চলের ২ লাখ ৩১ হাজার কৃষককে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও বরেন্দ্র অঞ্চলের জেলাসমূহ যেখানে সেচের সুব্যবস্থা নেই এবং দেশের দক্ষিণাঞ্চলের আউশনির্ভর জেলাসমূহে আউশের বিভিন্ন জাত জনপ্রিয়করণের লক্ষ্যে এ প্রণোদনা দেয়া হচ্ছে। প্রণোদনা কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো, আউশ আবাদে কৃষকদের উৎসাহিতকরণ, আবাদের এলাকা বৃদ্ধি, উফশী জাতের সম্প্রসারণ, হেক্টরপ্রতি ফলন বৃদ্ধি, সার্বিকভাবে ধান উৎপাদন বৃদ্ধি। প্রস্তাবিত এ প্রণোদনা কর্মসূচিতে মঞ্জুরিকৃত অর্থ কৃষি মন্ত্রণালয়ের বাজেট হতে সংকুলান করা হবে এবং এর জন্য কোনো অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে না। প্রণোদনার মোট মঞ্জুরিকৃত অর্থ ৩৩ কোটি ৬২ হাজার টাকা, যা ২ লাখ ৩১ হাজার ৩৬৩ বিঘা জমির জন্য প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে সরবরাহ করা হবে। এ প্রণোদনার সুবিধা পাবেন ২ লাখ ৩১ হাজার ৩৬৩ জন কৃষক। প্রণোদনার জন্য বিঘা প্রতি কৃষি উপকরণ সহায়তার পরিমাণ, প্রতি কৃষক ১ বিঘা জমির জন্য ৫ কেজি করে উফসী আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, সেচ বাবাদ ৪শ টাকা পাবেন। এছাড়া ১ বিঘা জমির জন্য প্রতি কৃষক পাবেন ১০ কেজি নেরিকা আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, সেচ বাবদ ৪শ টাকা এবং আগাছা দমন বাবদ ৪শ টাকা পাবেন।

বিষয়: বিবিধ

৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File