নতুন এক উচ্চতায় বাংলাদেশ নৌবাহিনী
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৫ মার্চ, ২০১৬, ০৩:২৯:০৫ দুপুর
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় উপহার পাওয়া মাত্র দু‘টি টহল জাহাজ "পদ্মা" ও "পলাশ" নিয়ে শুরু হয় বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা। মহান মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টরের অধীনে এই বাহিনী যুদ্ধ পরিচালনা করে খুলনা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে "অপারেশন জ্যাকপট" এই বাহিনীর পরিচালিত সফল অভিযানগুলোর অন্যতম। বর্তমানে প্রায় ২৪০০০ নৌ সেনা (কর্মকর্তাসহ) এবং প্রায় ছোট-বড় ১১০ টি জাহাজের এই বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের জলসীমার সর্বোচ্চ নিরাপত্তা বিধানের পাশাপাশি সমুদ্র উপকূলে পরিবেশ-প্রতিবেশ রক্ষা, সমুদ্র এলাকার অর্থনৈতিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও চোরাচালান রোধ, মেরিটাইম ট্রাফিক ম্যানেজমেন্ট, ঘূর্ণিঝড়, জলোছ্বাস এবং নৌ-দুর্ঘটনায় উদ্ধার অভিযান ও ত্রাণতত্পরতা পরিচালনা প্রভৃতি কর্মকাণ্ডে এ বাহিনীর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ২০০৩ সালে মত্স্যপক্ষ স্বর্ণপদক এবং ১৯৭৯, ২০০১, ২০০৩, ২০১০, ২০১৩ ও ২০১৪ সালে ন্যাশনাল স্ট্যান্ডার্ড পদক লাভ করে। ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অবিস্মরণীয় ভুমিকা এবং দেশের জলসীমায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলস দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ নৌবাহিনী এ বছর স্বাধীনতা পদকে ভূষিত হল। ১৯৭১ সালে যাত্রা শুরু করে এ বাহিনী অদ্যাবধি জাতীয় নিরাপত্তা ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে।
বিষয়: বিবিধ
৯০৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন