ডিজিটাল নিরাপত্তা!

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ মার্চ, ২০১৬, ০৫:৪১:১২ বিকাল

প্রযুক্তির উৎকর্ষতা বাড়ছে দিন দিন। একই সঙ্গে বেড়ে চলেছে মানুষের নিত্যদিনের প্রযুক্তির ব্যবহার। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অপব্যবহারের মাত্রা। আরও বাড়ছে সাইবার আক্রমণের পরিমাণও। বর্তমান বিশ্বের প্রতিদিনই কোন না কোন প্রতিষ্ঠান সাইবার আক্রমণের শিকার হচ্ছে। সাইবার অপরাধীদের মূল লক্ষ্য থাকে মূলত অর্থকড়ি হাতিয়ে নেয়া। বর্তমান সময়ে বিশ্বে যত আর্থিক লেনদেন হয়, তার একটি বড় অংশই হয়ে থাকে ইন্টারনেট ব্যবহার করে। একটি দেশের মধ্যে কিংবা আন্তঃদেশীয় লেনদেন, এসবই হয়ে থাকে অনলাইনে। ব্যাংকিং খাতে সাইবার প্রযুক্তি চালু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী প্রতিদিনই অনেক অঘটন ঘটছে। অর্থ হাতিয়ে নেয়ার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীরাও সাইবার আক্রমণের শিকার হয়ে থাকে। উন্নত দেশগুলো জালিয়াতি বা হ্যাকিং ঠেকানোর জন্য অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। সারাবিশ্বেই আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার পরিমাণ বেড়ে চলেছে। বাংলাদেশও এর বাইরে নয় বলেই সম্প্রতি দেশটি এমন ঘটনার শিকার হয়েছে। সম্প্রতি সিস্টেম নিজেদের দখলে নিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ৮ কোটি ডলার। আবার বিদেশীদের যোগসাজশে ক্রেডিট কার্ড জালিয়াতিও হচ্ছে। গ্রাহকদের হিসেবে থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে জালিয়াতচক্র। বাংলাদেশের ব্যাংকিং খাতের হাল-হকিকত এমন দাঁড়িয়েছে যে, ভুয়া ঋণ বা অবৈধ ঋণের বেশ কিছু ঘটনা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি ও রিজার্ভের এই কেলেঙ্কারির সামগ্রিক চাপ যে দেশের অর্থনীতির ওপরই পড়বে তাতে কোন সন্দেহ নেই। সঙ্কট আরও তীব্রতর হওয়ার আগে এসবের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেয়া জরুরী। সর্ষের মধ্যে থাকা ভূতগুলো তাড়ানো না গেলে এর ভার বহন দুঃসাধ্য হয়ে উঠতে পারে। যা কারও কাম্য নয়। এ প্রেক্ষিতে আমাদের ডিজিটাল নিরাপত্তায় সক্লের সচেতনতা দরকার হয়ে পড়েছে।

বিষয়: বিবিধ

৬৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File