দেশের অর্থনৈতিক শক্তি অর্জনের পথে যুক্ত হচ্ছে পোল্যান্ড ও আলবেনিয়া
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৬ মার্চ, ২০১৬, ০৩:৪৭:৩১ দুপুর
দেশের অর্থনৈতিক শক্তি অর্জনের পথে অংশীদার হতে এগিয়ে আসেছে পৃথিবীর অনেক অর্থনৈতিক শক্তি। তেমনই দুই দেশ পূর্ব ইউরোপের পোলান্ড ও ও আলবেনিয়া। দেশ দু’টি এবার বাংলাদেশের অর্থনীতির ভীত মজবুত করতে অবকাঠামো উন্নয়নে মনোযোগী হওয়ার ইচ্ছা পোষণ করেছে। বংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্মকাল থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে পোল্যান্ডের সাথে বাংলাদেশের সম্পর্ক রয়েছে। শুধু তাই নয় সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর স্বাধীন পোল্যান্ড ৯০ দশক থেকেই বিভিন্ন ভাবে বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে। তাছাড়া ইউরোপীয়ান ইউনিয়নের অন্যতম সদস্য দেশ হিসেবে পোল্যান্ড বাংলাদেশকে জিএসপি সুবিধাসহ বাংলাদেশি রপ্তানিকারকদের নানা ধরনের সুবিধা দিয়ে যাচ্ছে। এসব সুবিধার কারণে ব্যবসা বর্তমানে বাংলাদেশের অনুকূলে রয়েছে। অন্যদিকে আলবেনিয়া তাদের অর্থনৈতিক শক্তি বিশ্বের বিভিন্ন স্থানে স্থানান্তরের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফলে দেশ দুটির বিনিয়োগ ও ব্যবসায়িক আগ্রহ ইউরোপে বাংলাদেশের ব্যবসায়িক স্বার্থকে মজবুত করবে।
বিষয়: বিবিধ
৮৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন