দেশের বিচার ব্যবস্থায় নতুন অধ্যায়ের শুভ সূচনা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৩ মার্চ, ২০১৬, ০৩:৩৩:৩১ দুপুর
সিলেট থেকে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। উপমহাদেশের ১৫৬ বছরের বিচারিক ব্যবস্থার যে ইতিহাস, তা বদলে গেছে বুধবার থেকে। এই দীর্ঘ সময় বিচারিক ব্যবস্থার সাক্ষীর সাক্ষ্য হাতে লিখে লিপিবদ্ধ করা হয়েছে। তবে বুধবার সিলেট থেকে শুরু হয়েছে এক নতুন ইতিহাসের। প্রযুক্তির ছোঁয়া লেগেছে সিলেটের আদালতে। আর এর মধ্য দিয়ে হাতে লিখে নয়, এখন থেকে সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করা হবে কম্পিউটারে, সরাসরি টাইপ করে। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই প্রক্রিয়ার উদ্বোধন করেছেন। সাক্ষ্যগ্রহণ কর্মকান্ডে ডিজিটালাইজেশনের জন্য ইতোমধ্যেই সিলেটের আদালতগুলোতে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সিলেটের ২০টি আদালতের প্রতিটিতে এক লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ডিজিটালাইজেশন করা হয়েছে। এখন থেকে সিলেটের আদালতগুলোতে বিচারক, পাবলিক প্রসিকিউটর, বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের সামনে কম্পিউটার থাকবে। দেওয়ানি ও ফৌজদারি মামলায় আদালতে স্টোনোগ্রাফার কম্পিউটারে সাক্ষীর জবানবন্দি এবং আইনজীবীদের জেরা লিপিবদ্ধ করার সাথে সাথে সংশ্লিষ্টরা নিজ নিজ কম্পিউটারে তা দেখতে পাবেন। এক্ষেত্রে কোনো অসঙ্গতি থাকলেু বিচারক তা সংশোধনের নির্দেশ দেবেন। এছাড়াও সাক্ষ্যগ্রহণ শেষে কম্পিউটারে কম্পোজকৃত কপি আদালত সংশ্লিষ্টদের স্বাক্ষর সহকারে মামলার বাদী-বিবাদী পক্ষকে সরবরাহ করা হবে। এক্ষেত্রে বাদী-বিবাদী পক্ষের তাৎক্ষণিক আবেদনের প্রেক্ষিতে সাক্ষীর সাক্ষ্য তথা জবানবন্দি কিংবা আইনজীবীর জেরা সংশোধনের সুযোগ থাকছে। এতে করে আদালতের কার্যক্রম আরো গতিশীল হবে। পর্যায়ক্রমে আদালতে এই ডিজিটালাইজেশন কার্যক্রম দেশের সকল আদালতে শুরু হবে। সিলেটের আদালতে ডিজিটালের ছোঁয়া লেগেছে। এতে করে বিচারিক ব্যবস্থায় একটি নতুন ইতিহাসের সূচনা হলো। বর্তমান সরকারের ডিজিটাল এ পদ্ধতিকে আমরা স্বাগত জানাই। প্রাচীন বিচার ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার হবে। এই পদ্ধতি বাস্তয়নের মাধ্যমে বিচার প্রক্রিয়ায় সময়, শ্রম ও অর্থের খরচের পরিমাণ কমিয়ে বিচার প্রার্থীদের কষ্ট লাঘব হবে।
বিষয়: বিবিধ
৮০৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন