ধর্মকে কলংকিত করাই কি প্রকৃত উদ্দেশ্য?

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:১৫:৪৭ রাত

নানা নামের ইসলামী গোষ্ঠী পৃথিবীর অনেক দেশেই খুনোখুনি-বোমাবাজি করে ইসলাম ধর্মকে কলংকিত করতে চাইছে। এসব গোষ্ঠীর জেহাদি তৎপরতা দেখলে মনে হয় ইসলাম ধর্মবিরোধী কোনো গোষ্ঠী এদের দায়িত্ব দিয়েছে বিশ্ববাসীর সামনে ইসলামকে মানবতাবিরোধী একটি হিংস্র ধর্ম হিসেবে পরিচিত করাতে। ইসলাম ধর্মের সূচনালগ্নে আবু জেহেলরা যা পারেনি এসময়ের জঙ্গি গোষ্ঠীগুলো ইসলামের নাম ভাঙিয়ে তা করতে চাইছে। বিভিন্ন সময় আমাদেরই চারপাশে বেড়ে ওঠা জঙ্গি তকমাধারী তরুণদের দেখে বিষণ্ণ হই। মাঝে মধ্যে সংবাদমাধ্যম থেকে জানতে পারি অনেক মুসলিম পরিবারের তরুণ-তরুণী আইএসে যোগ দিতে সিরিয়ায় চলে যাচ্ছে। তখন ভাবনা হয় কিসের মোহে ওরা এমন পাগল প্রায় হচ্ছে! ধর্মের নাম ভাঙিয়ে প্রতিদিন যারা ধর্মকে লাঞ্ছিত করছে তারা কতটা ক্ষমতা ধারণ করে যে, এসব আধুনিক সময়ের ছেলেমেয়ের মন ও বিবেককে অন্ধ করে দিয়ে এক অদ্ভুত মোহে জড়িয়ে ফেলছে। এসব জঙ্গি তরুণদের দেখলে আমার খুব মায়া হয়। মাঝে মধ্যে মনে হয় ওরা যদি ওদের দীক্ষাগুরুদের দেখানো ইসলামের দিকে না তাকিয়ে নিজেরাই হাদিস-কোরআনের আলোকে ইসলামকে বোঝার চেষ্টা করত তাহলে ওদের আফসোসের অন্ত থাকত না। বুঝতে পারত কতটা বিভ্রান্ত হয়েছে ওরা। ধর্ম বিচারে যে কোনো অন্যায়কারীকে চূড়ান্ত শাস্তি দেয়ার একমাত্র অধিকার মহান আল্লাহর। কিন্তু এমন প্রশিক্ষণ পেয়েছে জঙ্গিরা যে বোমা ছুড়ে আর অস্ত্রের নিশানায় অবলীলায় মানুষ খুন করছে। আল্লাহর বিচারের কাজ নিজেরাই নিয়ে নিয়েছে। জ্ঞানপাপীরা সময়-কাল আর ঘটনার বিষয়টি আড়াল করে নিজেদের লক্ষ্য পূরণের জন্য মনগড়া ব্যাখ্যা দেন পবিত্র ধর্মগ্রন্থকে উদ্ধৃত করেই। আর ধর্মগ্রন্থ নিজেরা পড়ে ব্যাখ্যা করতে না পারায় উল্লিখিত তরুণরা এসব ভয়ংকর চক্রান্তকারীদের ফাঁদে পা দেয়। ইসলাম ধর্মকে রক্ষা করার নামে ঘোরতর ইসলামবিরোধী কাজ করে ফেলে। বেহেশত লাভের আশায় দোজখের পথ পাকা করে। যুগ যুগ ধরেই ধর্মের দোহাই দিয়ে সুবিধাবাদীরা ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে আসছিল। আর বিভ্রান্ত হচ্ছে নিরীহ সরল সোজা মানুষ।



বিষয়: বিবিধ

৮৬৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360846
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হু কথা সত্যি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File