বিদেশীদের তথ্য নিয়ে তৈরি হচ্ছে ডেটা ব্যাংক

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৪:৪৩:২৮ বিকাল



দেশে বৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকদের সব তথ্য নিয়ে ডেটা ব্যাংক গঠন করতে যাচ্ছে সরকার। এ ছাড়াও অনুমোদনহীন বিদেশীদের তথ্য জোগাড় করতে, দেশে বসবাসকারী বিদেশীদের কাছ থেকে হিসাব অনুযায়ী রাজস্ব আদায় নিশ্চিত করতে এবং অবৈধ বিদেশীদের নিয়োগদানকারী প্রতিষ্ঠানের খোঁজ পেতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে।অবৈধভাবে বাংলাদেশে বসবাসকারী বিদেশীদের তথ্য সংগ্রহে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ বিষয়ে শিগগিই গঠন করা হচ্ছে ডেটা ব্যাংক ও টাস্কফোর্স। পুরো কার্যক্রম টাস্কফোর্স নজরদারি করবে এবং ডেটা ব্যাংকে সব বিদেশী নাগরিকের তথ্য থাকবে। এতে কোন সময় কোন বিদেশী বাংলাদেশে থাকার মেয়াদ শেষ হবে তা জানা যাবে। রাজস্ব আদায় সংক্রান্ত তথ্যও হাল নাগাদ থাকবে এতে।দেশে বিদেশীদের বৈধ অবস্থান ও কর আদায় নিশ্চিত করতে ডেটা ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত সতিই প্রশংসনীয়। সে লক্ষ্যে এনবিআর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এনজিও ব্যুরো একসঙ্গে কাজ করবে। পুরো কার্যক্রম নজরদারিতে বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে। বিদেশিদের বাংলাদেশে প্রবেশ ও নিয়োগের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের সম্পৃক্ততা রয়েছে তাদের টাস্কফোর্সের সদস্য হিসেবে নেওয়া হবে এবং এসব প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রাপ্ত তথ্য নিয়ে বিদেশীদের ডেটা ব্যাংক গঠন করবে।ডেটা ব্যাংকে বিদেশীদের দেশ, কর্মরত প্রতিষ্ঠানের নাম, কাজের ধরন, আয় প্রভৃতি তথ্য উল্লেখ থাকবে। ডেটা ব্যাংকের তথ্য যাচাই-বাছাই করে অবৈধ বিদেশিদের শনাক্ত করা সহজ হবে এবং অবৈধভাবে বসবাসকারীদের আইনের আওতায় আনা সহজ হবে। বিদেশীদের আয়ের ওপর আরোপিত করও স্বচ্ছতার সঙ্গে আদায় করা সম্ভব হবে।

বিষয়: আন্তর্জাতিক

৯৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360706
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৫২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালো উদ্যোগ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File