ধর্ম এবং সাংস্কৃতি

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৪৪:০৩ সন্ধ্যা



বাংলাদেশ আওয়ামী লীগ যখনই বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছে,তখনি ধর্ম এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দেশ এগিয়ে গেছে। জাতির জনকের স্বল্প কালীন শাষনকাল ছিল ইসলামের প্রচার প্রসারের স্বর্ণযুগ। তাঁর কন্যাও যখনই দেশের সেবা করার সুযোগ পেয়েছেন তখনি ধর্মীয় খাতের প্রতি বিশেষ নজর প্রদান করেছেন। বিগত ৩৭/৩৮ বছর দেশব্যাপি বহু ফাজিল-কামিল-এবতেদায়ী মাদ্রাসা ব্যাক্তি উদ্যোগে গড়ে উঠলেও প্রতিষ্ঠান গুলীকে সরকারী অনুদান এবং শিক্ষকদের বেতন ভাতা প্রদানের কোন উদ্যোগ সরকারী ভাবে নেয়া হয়নি। ফলে মাদ্রাসা গুলী জরাজীর্ন অবস্থায় কোনমতে অস্তিত্ব রক্ষা করে ছেলে মেয়েদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিয়ে আসছিল। বর্তমান সরকার বিগত সামরিক-বেসামরিক শাষনের প্রায় ৪০ বছর পয্যন্ত গড়ে উঠা মাদ্রাসা সমুহকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় দেশের আনাছে কানাছে গড়ে উঠা ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসাকে এমপিও ভুক্ত করে বেতন ভাতার সরকারি অংশ দেয়ার ব্যবস্থা করেন। এমপিভুক্ত প্রতিটি মাদ্রাসায় বহুতল ভবন নির্মানের প্রকল্প হাতে নিয়ে পয়ষট্রি লক্ষ থেকে এক কোটি দশ লক্ষ টাকা বরাদ্ধের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু মাদ্রাসায় ভবন নির্মান সমাপ্ত, কিছু মাদ্রাসায় কাজ চলমান, কিছু মাদ্রাসায় প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। অচিরেই সকল মাদ্রাসাকে ডিজিটাল শিক্ষার আওতায় নিয়ে আসার চিন্তাভাবনাও সরকার করে যাচ্ছে। মাধ্যমিক শিক্ষার ন্যায় মাদ্রাসায়ও উপবৃত্তি সহ অন্যান্ন সরকারি সুযোগ সুবিধা সমানভাবেই কায্যকর করে চলেছে।

বিষয়: সাহিত্য

৮৯৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360448
২৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:২৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই গাছের সব শিকড় কেটে দিয়ে যদি উপর দিয়ে পানি দেওয়া হয় তাহলে গাছটা কতদিন বাচবে? আওয়ামীলিগ ও তাই।
360449
২৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:১৬
দ্য স্লেভ লিখেছেন : বাংলাদেশ আওয়ামী লীগ যখনই বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছে,তখনি ধর্ম এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দেশ এগিয়ে গেছে। জাতির জনকের স্বল্প কালীন শাষনকাল ছিল ইসলামের প্রচার প্রসারের স্বর্ণযুগ। .......

জি কথা সত্য...তবে সে স্বর্ণযুগ মানুষের চোখে ধরা পড়েনি,কিছু শকুন আর ঈগলের চোখে...
360459
২৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই গাছের সব শিকড় কেটে দিয়ে যদি উপর দিয়ে পানি দেওয়া হয় তাহলে গাছটা কতদিন বাচবে? আওয়ামীলিগ ও তাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File