এ কেমন খামখেয়ালীপনা, কেমনই বা নিলর্জ্জপনা!
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:৫০:১৫ রাত
সংবাদ মাধ্যম/সংবাদপত্র সাধারণ মানুষের একটি আস্তাভাজন মাধ্যম এমনকি এদেশের মানুষের ঘুম ভাঙ্গে চায়ের চুমুকে আর পেপারের নেশায়। সেই দেশের সংবাদপত্র যদি মিথ্যা লেখা ছাপায়, তাহলে জনমনে যে শঙ্কার সৃষ্টি হয় তা কিন্তু ভাগ কল্পনাতীত আর এমনি একটা মিথ্যা সংবাদ ছাপ্লেন দৈইলি ষ্টারের সম্পাদক। তিনি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিশেষ গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেন। এই বিষয় সম্পর্কে তিনি নিজেই আবার স্বীকার করেছেন যে যাচাই বাচাই ছাড়াই সংবাদটি ছাপানো হয়েছিল। এত বড় অভিযোগ স্বত্বেও নিজ পদ থেকে এখন পর্যন্ত তিনি সরে দাঁড়াননি। এ কেমন নিলর্জপনা? বহিঃবিশ্বের দিকে তাকালে দেখা যায় ভুল সংবাদ ছাপার কারনে নিকের বিরুদ্ধে সমালোচনা হওয়ার আগেই নিজ থেকে স্ব-পদ থেকে পদত্যাগ করছে। যেমন চীনের সাংবাদিকগন, বিবিসি প্রধান এমন নজির অনেক।আসুন আমরা সবাই মিলে এ মিথ্যা ও খামখেয়ালিপনা সাংবাদিক হতে সাবধান ও এদের বিরুদ্ধে সোচ্চার হই। এরুপ কর্মকান্ড যারা করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হউক। তাহলে এরুপ সংবাদ প্রচার করতে কেউ সাহস পাবে না।
বিষয়: বিবিধ
৮৫৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন