অপরাধী যেই হোক শাস্তি পাবেই
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৩০:৫১ দুপুর
বর্তমান সরকার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। অপরাধী যেই হোক তার যথাযথ বিচার হবেই। ক্ষমতাশালী বা পুলিশ অথবা অন্য কোন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কাউকে ছাড় দেওয়া হবে না। চা বিক্রেতা বাবুল মাতুব্বর হত্যার ঘটনাসহ দায়িত্বে অবহেলা সকল অপরাধের বিচার করে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। কিছু উচ্চাভিলাষী পুলিশ সদস্য নিজেদের স্বার্থের জন্য পুলিশ বাহিনীসহ সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। তাই কাউকে ছাড় নয়। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতেই হবে। আর সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রশাসন। আমরা সত্যিকারের সোনার বাংলা দেখতে চাই। যেখানে সাধারণ মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে। আর পুলিশ হবে জনগণের বন্ধু। বর্তমান সরকারের বলিষ্ঠ পদক্ষেপের জন্য দেশ এগিয়ে যাচ্ছে।
বিষয়: বিবিধ
৮৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন