ব্যান্ডউইথ রফতানিতে আয়
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৪৮:২৯ দুপুর
বাংলাদেশে বিভিন্ন সেক্টরে রপ্তানির সম্ভাবনা অনেক বেশি। এবার আমরা রপ্তানি করতে যাচ্ছি ১০ জিবি ব্যান্ডউইথ। যাতে বছরে আয় হবে ১২ লাখ মার্কিন ডলার। ১০ জিবি ব্যান্ডউইথ রফতানি করে বিএসসিসিএলের বছরে আয় হবে ১২ লাখ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হারে এর পরিমাণ দাঁড়ায় ৯ কোটি ৪২ লাখ টাকা। গত বছরের জুনে ভারতের সঙ্গে ব্যান্ডউইথ রফতানি চুক্তি সই করা হয়। এর আওতায় প্রাথমিক পর্যায়ে ১০ গিগাবাইট (জিবি) ব্যান্ডউইথ রফতানি করা হবে। তবে রফতানির পরিমাণ ৪০ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ ৩ বছর। ব্যান্ডউইথ রফতানি চুক্তি সইয়ের পর গত ১০ জুলাই আগরতলায় কানেক্টিভিটি কার্যক্রম শুরু হয়। আগরতলা থেকে অপটিক্যাল ফাইবার কেবল আখাউড়ায় বাংলাদেশের ১০ গিগাবাইট ব্যান্ডউইথের সঙ্গে সংযুক্ত হবে এবং ঢাকা হয়ে এটি কক্সবাজারে সাবমেরিন টেলিকম কেবলের সঙ্গে সংযুক্ত হবে। মুম্বাই ও চেন্নাইয়ের পর আগরতলা হবে ভারতের তৃতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে। অব্যবহ্রত ব্যান্ডউইথ রপ্তানি করে বৈদেশিক মূদ্রা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।
বিষয়: আন্তর্জাতিক
৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন