নতুন রুপে পল্লী সঞ্চয় ব্যাংক
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৪৭:১৭ দুপুর
পল্লী উন্নয়নের অংশ হিসাবে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আর এতে অর্থ সহযোগিতা দিবে পল্লী সঞ্চয় ব্যাংক। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে নেয়া আট কর্মসূচীকে ব্র্যান্ডিং করার তাগিদ দেয়া হয়েছে। এতে সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে দারিদ্র্য বিমোচনে দক্ষতা অর্জনে আয়বর্ধক কর্মসূচী হিসেবে নেয়া একটি বাড়ি একটি খামার প্রকল্পকে। এই প্রকল্পটি আগামী জুলাই মাসে পল্লী সঞ্চয় ব্যাংক হিসেবে সারাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। মূলত দেশের দরিদ্র মানুষকে স্বল্পসুদে ঋণ দিয়ে স্বকর্মসংস্থান সৃষ্টিতে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি দরিদ্র মানুষকে সঞ্চয়ে উৎসাহিত করতে পল্লী সঞ্চয় ব্যাংক বিশেষ স্কিম গ্রহণ করবে। এতে করে এনজিওগুলোর ক্ষুদ্র ঋণের যন্ত্রণা থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ। এই প্রকল্প আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে অর্থনীতির চাকাকে গতিশীল করবে।
বিষয়: বিবিধ
৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন