ক্ষতিপূরণ মিটিয়ে ভিটেহারা পরিবারের জন্য পায়রায় তৈরি হচ্ছে আধুনিক গ্রাম
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:০৮:২৫ দুপুর
দেশের উন্নয়ন প্রকল্পর জন্য বড় বাধা ভূমি সংগ্রহ। বেশিরভাগ ভূমিতেই চাষাবাদ এবং মানুষের বসতি রয়েছে। মানুষকে তাদের দীর্ঘদিনের ভিটে-মাটি থেকে উচ্ছেদ সর্বহারা মানুষের মধ্যে চাপা ক্ষোভ কাজ করে। কোন কোন জায়গায় আন্দোলনে উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়। এসব সমস্যা সমাধানে উন্নয়ন প্রকল্পে জমি হারানো মানুষদের জন্য বিশেষ চমক থাকছে। ভূমি এবং ঘরবাড়ির আপত্তি বাবদ সকল অর্থ পরিশোধের পরও ১৩২টি পরিবারের জন্য পৃথক ছোট্ট গ্রাম তৈরি করে দেয়া হচ্ছে। পায়রা এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্রর পুনর্বাসন প্রকল্পে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যুত কেন্দ্রটি নির্মাণে ঘরবাড়ি হারানো ১৩২ পরিবারের জন্য একটি আধুনিক গ্রাম তৈরি করে দেয়া হচ্ছে। পায়রা বিদ্যুত কেন্দ্র করতে গিয়ে মধুপাড়া, নিশানবাড়িয়া, দশরহাউলা, মরিচবুনিয়া গ্রামের ৯৮২ একরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানের পরিবারগুলোর বসতবিটার জন্য একর প্রতি সাড়ে সাত লাখ টাকা এবং নাল জমির জন্য পাঁচ লাখ ৭৫ হাজার টাকা দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের ঘরবাড়ির জন্যও অর্থ দেয়া হয়েছে। আধুনিক জীবন ব্যবস্থার সকল উপকরণ থাকছে এখানে। বলা হচ্ছে চরের মানুষ সাধারণত বিদ্যুত এবং পিচ ঢালা সড়ক, স্কুল ক্লিনিককে স্বপ্নই মনে করত। কিন্তু এখন পায়রা বিদ্যুত কেন্দ্রর কল্যাণে সব কিছুই করা হচ্ছে নতুন এই গ্রামটিতে। চরের মানুষের জীবন বদলে দিতে সেখানে বিদ্যুত , রাস্তা নির্মাণ , অভ্যন্তরীণ সকল রাস্তায় বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হচ্ছে। গড়ে তোলা হচ্ছে কমিউনিটি ক্লিনিক, মসজিদ, ঈদগাঁহ, অফিস কাম কমিউনিটি সেন্টার, শিশুদের জন্য থাকবে খেলার মাঠ, প্রকল্পের ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের জন্য পাশেই স্কুল থাকবে, সাঁতার শেখার জন্য পুকুর, গ্রামের মধ্যেই গোচারণ ক্ষেত্র তৈরি করে দেয়া হবে। ভিটেমাটি হারা পরিবার যেন সানন্দে পথ চলতে পারে সে লক্ষ্যেই সরকারের এ পদক্ষেপ।
বিষয়: Contest_priyo
১৩১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন