বিশাল নির্মাণযজ্ঞে দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:১৬:৪৪ দুপুর



সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় সেতু "স্বপ্নের পদ্মা সেতু" নির্মাণ তরঙ্গ ছড়িয়ে পড়ছে চারদিকে। মানুষের মুখে মুখে শুধু নয়, কাজেরও বাস্তবায়ন হচ্ছে। সেতুর দু’প্রান্ত মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলা পেরিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২১ জেলাই নয় সারাদেশে এর বৈপ্লবিক ছোঁয়া লাগছে। ‘আমরা পারি, আমরা করি’ এমন মানসিকতা লালন করেই যেন বাঙালী তরঙ্গ প্রসারিত হচ্ছে সবখানে। আর এই স্রোতধারা যে স্থানটি ঘিরে সেই মাওয়ার অবস্থা কি? খুব সহজেই অনুমেয়। পদ্মা সেতুর তরঙ্গ শুধু বাঙালীদের ছাপিয়ে পেয়ে বসেছে বিদেশীদের মধ্যেও। গত বৃহস্পতিবার চীনা রাষ্ট্রদূত মিং কিয়াং পদ্মা সেতুর নির্মাণযজ্ঞ প্রত্যক্ষ করতে এসে এমন ইঙ্গিত করেছেন। রাষ্ট্রদূত মিং কিয়াং বছরখানেক আগে এই প্রকল্প এলাকায় এসেছিলেন। কিন্তু এবার এসেই তিনি বিস্মিত। বিশাল সেতুকর্ম দেখে তিনি অভিভূত! তার দেশের ঠিকাদার ও প্রকৌশলীরা এই পরিবর্তনের মূল ভূমিকা রাখছে। তিনি বলেন, "এখানে না এলে বোঝা সম্ভব ছিল না পদ্মা সেতুর এই বিস্ময়কর চিত্র"। চীনা রাষ্ট্রদূতের মতে, "পদ্মা সেতু ঘিরে বৈপ্লবিক এই পরিবর্তন বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে মাইলফলক"। পদ্মা সেতুর মূল পাইলিংয়ে বেশ গতি এসেছে। ক্রমেই প্রসারিত হচ্ছে। তিনটি মূল পাইল স্থাপিত হওয়ার পর এখন ৬ ও ৭ নম্বর পিলারে আরও দুটি মূল পাইল বসছে দ্রুতগতিতে। এছাড়া নতুন করে টেস্ট পাইল এবং ট্রায়াল পাইল স্থাপন হচ্ছে। ৪০ নম্বর পিলারে চলছে টেস্ট পাইলের কাজ এবং ৩৯ পিলারে ট্রায়াল পাইল বসছে। এছাড়াও সেতুর দু’প্রান্তে ভায়াডকের কাজও শুরু হয়ে গেছে পুরো দমে। সব মিলিয়ে মূল সেতুর কাজ ছড়িয়ে পড়েছে পদ্মার দু’তীরে। নানা প্রতিকূলতার মধ্যেও উত্তাল পদ্মায় সেতুর ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে। মূল সেতুর পাইল স্থাপন চলছে হরদম। আর বিশাল বিশাল এই পাইল তৈরি হচ্ছে সেতুর পাশেই। বাংলাদেশে এতবড় পাইল তৈরির ঘটনা বিরল। অতি নিখুঁত এই কাজগুলো সম্পন্ন হচ্ছে একরকম নীরবে। সব কিছুই চলছে পরিকল্পনামাফিক। যেভাবে কাজ এগোচ্ছে তাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পদ্মা সেতু জনগণের জন্য খুলে দেয়া সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

বিষয়: বিবিধ

৯৯৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358714
০৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৩৯
হতভাগা লিখেছেন : দাদারা ফারাক্কাকে যেরকমভাবে স্টাবলিশ করে দিচ্ছে তাতে পদ্মা শুকিয়ে যাচ্ছে । এমন দিন হয়তো বেশী দূরে নয় যেদিন আপনাদের এই সেতু ঠিকই থাকবে তবে সেটা দিয়ে কেউ পারাপার হবে না , পার হবে সেতুর নিচে চর জমে যাওয়া পদ্মার বুক চিরে। এই সেতু পিকনিক স্পটে পরিনত হবে ।
358752
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:০৪
স্বপন২ লিখেছেন : দাদারা মাএ ৩৫ বাধ দিয়েছে। upstream এ. There will be no water in downstream. Which is Bangladesh.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File