উন্নয়নের গতি চার লেনে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:০১:৪০ দুপুর
উন্নয়নে দ্রুতগতির সঞ্চার করতে খুব শীগ্রই খুলে দেওয়া হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসরকের চার লেন।এবার আর আশ্বাস নয়। দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ প্রায় শেষ। এখন চলছে এ মহাসড়কের ফিনিশিংয়ের কাজ। চার লেন প্রকল্পের রোড ডিভাইডারের মধ্যে সবুজায়ন করা হচ্ছে। মাত্র ৩০ কিলোমিটার সড়ক পাকাকরণ বাকি। রাস্তার যে কাজ বাকি রয়েছে তা দ্রুতই শেষ করা হচ্ছে। ১৯০ কিলোমিটার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১০ সালের জানুয়ারি মাসে। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন চার লেন প্রকল্পকে ১০টি প্যাকেজে ভাগ করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল। সরকারের অগ্রাধিকার প্রকল্প হলেও বিভিন্ন সময় নানা সমস্যা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে কাজ বারবার বাধাগ্রস্ত হয়। আশা করা যাচ্ছে অতি দ্রুত খুলে দেওয়ার হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন। আর এতে গতিশীলতা পাবে অর্থনীতির লাইফ লাইন।
বিষয়: বিবিধ
৭৭৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন