দরকার সম্মিলিত প্রচেষ্টা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৩২:১২ দুপুর

[img]http://www.firstbd.net/blog/bloggeruploadedimage/seatt41/1454491888.png[/img

নিষিদ্ধ জিনিসের প্রতি চিরন্তণ আগ্রহ থেকেই অনেকে ঝুকে পড়ছে নেশার জগতে। মাদকের করাল গ্রাসে দিনে দিনে ফুরিয়ে আসছে আমাদের জাতীয় অস্তিত্ব। প্রথমে নিছক আগ্রহ থেকেই একটি আধটু নেশাজাতীয় দ্রব্য গ্রহণ, অত:পর স্থায়ী মাদকসেবী। এটি আগ্রহের বশে গ্রহণ করলেও বেশির ভাগ ব্যক্তিই অন্ধকার জগত থেকে আর ফিরে আসতে পারছে না। মাদকের অপব্যবহার এখন একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে যে নেশাজাতীয় দ্রব্যটি সবচেয়ে আলোচিত তা হচ্ছে ইয়াবা। এছাড়া ফেনসিডিল, প্যাথিডিন, হেরোইন, ক্যানাবিস ইত্যাদি উল্লেখযোগ্য। উচ্চমাত্রায় এলকোহোলের জন্য ভায়াগ্রা একটি জনপ্রিয় মাদকদ্রব্য। তরুণ প্রজন্মের কাছে ইয়াবা এখন একটি জনপ্রিয় নাম, প্রতিদিনের সঙ্গী। গণমাধ্যমে নজর রাখলেই দেখা যায় এর ভয়াবহ পরিণতি। প্রতিদিনই থাকছে ইয়াবা উদ্ধার অথবা ইয়াবাসহ যুবক আটক ইত্যাদি সংবাদ। শুধু আইন করে নেশা থেকে কাউকে ফেরানো যায় না। এজন্য দরকার সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন। আর এ আন্দোলন আমাদের পরিবার থেকেই শুরু করতে হবে। সর্বপরি মাদকের অপব্যবহার ও এর সাথে সংশ্লিষ্ট সব রকম অবৈধ কর্মকাণ্ড বন্ধে আইনের যথাযথ প্রয়োগ ও জনসচেতনতা জরুরি।

বিষয়: বিবিধ

১০০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File