পেশা ও কর্মক্ষেত্র তৈরি সহায়কে বিনামূল্যে নেট সেবা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩১ জানুয়ারি, ২০১৬, ০৮:৩৭:৫২ রাত
ইন্টারনেট হচ্ছে অর্থনীতির ক্রমোন্নতির চালক এবং পেশা ও কর্মক্ষেত্র তৈরির নিয়ামক। ইন্টারনেটকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বিশাল অর্থনীতি।একালের মানুষের নিত্যনৈমিত্তিক উদ্ভাবন ও উন্নয়নের কারিগর হচ্ছে ইন্টারনেট। বিশ্বে গ্রাম-শহর, ধনী-গরিবের বৈষম্য দ্রুত কমিয়ে দিচ্ছে এই বৈপ্লবিক প্রযুক্তি। যারা বৈশ্বিক ইনফরমেশন সুপার হাইওয়েতে যুক্ত হওয়ার সুবিধা পাচ্ছে, তারা ইন্টারনেট ব্যবহার করে দিন বদল করছে। আর যারা এই সুবিধা থেকে বঞ্চিত তাদের ভাগ্যে বৈপ্লবিক কোন পরিবর্তন আসছে না। সরকার ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে যাওয়ার রূপকল্প নির্ধারণ করেছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও জ্ঞান-বিজ্ঞানের কোন স্তরেই এখন নেটের ব্যবহার ছাড়া ভাবা যায় না। উন্নয়ন ও নেট ব্যবহার এখন পরস্পরের সঙ্গে সম্পর্কিত। এমডিজির পর জাতিসংঘ যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি ঘোষণা করেছে, সেখানেও নেটসেবা সম্প্রসারণের বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে স্থান পেয়েছে। শিক্ষা, ব্যক্তিগত সম্পর্ক, অর্থনীতি, রাজনীতি ও নৈতিকতার ক্ষেত্রে নেট ব্যবহার ব্যাপক প্রভাব ফেলেছে। আগামী প্রজন্ম যাতে ডিজিটাল অর্থনীতিতে যথাযথ ভূমিকা রাখতে সমর্থ হয়, তার জন্য শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির দক্ষতা প্রয়োগ ও ব্যবহারের দিকে গুরুত্ব দেয়া প্রয়োজন এখনই। একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে নেট পাওয়ার সুযোগ করে দেয়া খুবই গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নের ক্ষেত্রে নেটসেবার সম্প্রসারণ ও ব্যবহার বাড়ানো খুবই জরুরী হয়ে পড়েছে। আন্তর্জাতিক টেলিকম ইউনিয়ন (আইটিইউ) আগামী এক দশকে সবার জন্য নেট বিনা মূল্যে উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। খুব শীঘ্রই জাতিসংঘের তত্ত্বাবধানে এই সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে।বিনামূল্যে নেট সেবা পেলে একদিকে যেমন উপকৃত হবে ছাত্র সমাজ তেমনি সাশ্রয় হবে তাদের পড়াশুনার খরচ।
বিষয়: বিবিধ
৯২২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন