একজন সফল রাষ্ট্রনায়ক
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩১ জানুয়ারি, ২০১৬, ০৩:১০:৩৪ দুপুর
১৯৪৭ সালে দেশ বিভাজনের পর থেকেই বাংলাদেশ ছিল অবহেলিত। উন্নয়নের তেমন কোন ছোঁয়া লাগেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উন্নয়নের স্রোতধারা প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। “২০১৩ সালের ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ছিল- কিছু কিছু দেশ মানব উন্নয়ন সূচকে এবং অন্যান্য দেশ অর্থনৈতিক উন্নয়নে ভাল করেছে; কিন্তু ছোট দেশগুলোর মধ্যে বাংলাদেশ উভয় ক্ষেত্রে ভাল করেছে।” আর আজকের চিত্র হলো বাংলাদেশ বিশ্বের নিরাপদ বসবাসের যোগ্য দেশের মধ্যে ষষ্ঠ। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ এভাবে বাংলাদেশকে তুলে ধরেছে যে, এ বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৬%। বিশ্বের যে সব দেশ ভাল করছে এরকম ৯৩টি দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। পক্ষান্তরে চীন ৬.৫% জিডিপি গ্রোথ নিয়ে ৪র্থ অবস্থানে রয়েছে। অবশ্য ভারত ৭.৪% জিডিপি গ্রোথ নিয়ে প্রথম অবস্থানে রয়েছে। শ্রীলঙ্কা ৫ম স্থানে রয়েছে। উন্নয়নের চিত্রের দিকে তাকালে এক এক করে চোখে ভেসে বেড়াবে নিজস্ব অর্থে নির্মাণাধীন পদ্মা সেতু, ছিটমহল সমস্যার সমাধান, সমুদ্রসীমা নির্ধারণ, রাশিয়ান ফেডারেশনের সহায়তায় নির্মাণাধীন ২৪০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন টানেল, রাজধানী ঢাকায় হাত-পা ছড়ানো ফ্লাইওয়ারের পাশাপাশি কমিউটার ট্রেন, মেট্রোরেল এবং সাবওয়ে বা ভূতল-রেল নির্মাণের পরিকল্পনা, একেকটি মেগা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে। একই সঙ্গে গত ৭ বছরে বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তার মধ্যে রয়েছে খাদ্য উৎপাদন তিন কোটি ৮০ লাখ ৩৫ হাজার মেট্রিক টনে উন্নীত, যা বিশ্বে খাদ্য ও মৎস্য উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ৪র্থ; বিদ্যুৎ উৎপাদন এ বছর ১৪ হাজার ৭৭ মেগাওয়াট (যা ২০০৬ সালে ছিল মাত্র ৩১০০ মেগাওয়াট); মাথাপিছু আয় বছরে এখন ১৩১৪ মার্কিন ডলার (যা ২০০৬ সালে ছিল মাত্র ৪২৭ ডলার)। গ্যালাপের জরিপে বলা হয়েছে বিশ্বের জীবনমানের ক্ষেত্রে নিরাপদ দেশের মধ্যে বাংলাদেশর অবস্থান ষষ্ঠ। সব কিছু সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে। যে কারণে শেখ হাসিনা বিশ্বের দুর্লভ সম্মান চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ, সুচিন্তক এবং ত্বরিত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম বিশ্ব নেতৃত্বের কাতারে উঠে এসেছেন।
বিষয়: রাজনীতি
১০৪২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন