পাসপোর্টের সব সমাধান এখন ফেসবুকে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩০ জানুয়ারি, ২০১৬, ০৩:৪২:২৩ দুপুর
পাসপোর্ট অফিসে গিয়ে ভালো অভিজ্ঞতা হয়েছে, এমন লোক খুব কম পাওয়া যায়। একান্ত প্রয়োজন ছাড়া দেশের পাসপোর্ট অফিসগুলোতে ভিড়তে চান না কেউ`ই। পাসপোর্ট অফিসগুলোতে যাওয়ার নাম শুনলেই ঘাম ঝড়ে যায় অনেকের। এখন ঘরে বসেই পাসপোর্ট হারানসহ সকল সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) দিকে গুরুত্ব দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ফেসবুকে ‘Department of immigration and Passports’ নামে একটি পেইজ খুলেছে পাসপোর্ট অধিদফতর। পেইজটি থেকে আবেদনকারীরা ওয়ানস্টপ সার্ভিস পাবে। এর মাধ্যমে আবেদনকারীদের মূল্যবান সময়ও বাঁচবে। প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সংক্রান্ত যে কোনো সমস্যার জন্যও কোন দেশে কার সঙ্গে যোগাযোগ করতে হবে, তাদের ফোন নম্বরও দেয়া হয়েছে এই ফেসবুক পেইজে। ফেসবুকের এই উদ্যোগে জনগণের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। বর্তমান সরকারের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
বিষয়: বিবিধ
৮৯৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন