গ্যাস সঙ্কট দূর করতে প্রচেষ্টা অব্যাহত
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৯ জানুয়ারি, ২০১৬, ০৪:০২:৩৮ বিকাল
শীতকালে গ্যাসের সমস্যা দেখা যায় এবং ব্যবহারও একটু বেড়ে যায়। শীতকালে গ্যাস অনেকটা জমে যায়, প্রবাহটাও কমে ফলে গ্যাসের সঙ্কট বেড়ে যায়।গ্যাস একটা প্রাকৃতিক সম্পদ, এর একটা সীমাবদ্ধতা আছে। শিল্পে কিংবা আবাসিকে মানুষের ভোগান্তি বেড়ে যায়। সেই লক্ষ্যে সম্ভাব্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নতুন করে গ্যাস অনুসন্ধানও চলছে। কিন্তু তার পরও গ্যাস সঙ্কট যে কিছু নেই তা বলা যায় না। সঙ্কট আছে, এই সঙ্কট দূর করতে চেষ্টা করে যাচ্ছে সরকার। রান্নার কাজে ব্যবহারের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের ওপর থেকে ট্যাক্স তুলে দেয়া হয়েছে। বিনিয়োগকারী আকর্শন বাড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্যাসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে তেমনি চাহিদাও বৃদ্ধি পেয়েছে। বিকল্প হিসেবে এলএমজি আমদানি করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য ব্লক চিহ্নিত করে টেন্ডার দেয়া হয়েছে। শীত চলে যাচ্ছে সেই সাথে সাথে গ্যাসের সঙ্কট কমে যাবে বলে আশা করা যাচ্ছে।
বিষয়: বিবিধ
৮৮১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন