বীরের জাতিকে কেউ দমিয়ে রাখতে পারেনি, পারবেও না

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১০ জানুয়ারি, ২০১৬, ০৩:০৯:২৩ দুপুর



বাঙালী জাতি বিজয়ী জাতি। আমরা কখনও মাথা নিচু করে চলব না। আমরা যে দেশের উন্নয়ন করতে পারি তা প্রমাণ করেছি। দেশকে সর্বক্ষেত্রে উন্নত, সমৃদ্ধ ও স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণই নয়, খাদ্যে উদ্বৃত্তের দেশ। বিশ্বমন্দা মোকাবেলা করে আমরা দেশের প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আর দেশ কেন এগিয়ে যাচ্ছে, কেন দেশের উন্নতি হচ্ছে- এ কারণে অশান্তিতে ভুগছেন বিএনপি নেত্রী। আজ দেশের মাথাপিছু আয় বেড়েছে, রেমিট্যান্স বেড়েছে, রফতানিও বেড়েছে। সব সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। বিশ্বের অনেক দেশই তাদের ছিটমহল নিয়ে হানাহানি ও যুদ্ধে লিপ্ত। কিন্তু সরকার স্থল সীমানা চুক্তির মাধ্যমে ভারতের সঙ্গে সম্পূর্ণ শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ছিটমহল বিনিময় করেছে। সারাবিশ্বে বাংলাদেশ এ কারণে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সারাবিশ্ব বাংলাদেশের উন্নয়নে স্বীকৃতি দিচ্ছে, উন্নয়নের রোল মডেল বলছে। এটা বিএনপি নেত্রীর সহ্য হচ্ছে না বলেই দেশের জনগণকে নোংরা ভাষায় গালি দেয়ার মতো ঔদ্ধত্য দেখাচ্ছেন। কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই- কেউ এই অগ্রযাত্রার গতিরোধ করতে পারবে না। বাঙালী জাতি নিম্ন আয়ের দেশে থাকবে না। ২০২১ সালের মধ্যে মধ্যবিত্ত এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবেই ইনশাল্লাহ।

বিষয়: বিবিধ

৮২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File