আশা-আকাঙ্খা বাস্তবায়নে আন্তরিক রাষ্ট্রনায়ক বাংলাদেশে আর দ্বিতীয়টি হবেনা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৭ জানুয়ারি, ২০১৬, ০৩:২৫:৫১ দুপুর



যে কোন দেশের রাজনৈতিক দলগুলোকে সে দেশের মানুষের আশা-আকাঙ্খা, সংস্কৃতি-রুচি, জীবন-দর্শন ও চাহিদার প্রতি সম্মান দেখাতে হয়। এমনকি বর্তমান এই গ্লোবালাইজেশনের যুগে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটও বিবেচনায় নিতে হয়। কিন্তু বাংলাদেশের বিরোধী দলগুলোর বিশ্ব তো দুরে থাক, দেশের মানুষের আশা-আকাঙ্খাকেও ধারন করতে ব্যর্থ হয়েছে। কেবলমাত্র বিরোধিতার কারণে, বিরোধিতা করার সেই পশ্চাৎপদ চিন্তার মধ্যেই ঘুরপাক খাচ্ছে বিএনপি ও তার মিত্ররা। যে কারণে তাদের প্রতি মানুষের সমর্থন থাকলেও তা সময়ের স্রোতে মিইয়ে যেতে বসেছে।৫ই জানুয়ারির নির্বাচনের পর কিছু পশ্চিমা দেশ শেখ হাসিনার সরকারকে সমর্থন দিতে কিছুটা দোদল্যমনতায় ছিল। কিন্তু শেখ হাসিনার অসামান্য কুটনৈতিক প্রচেষ্টার ফলে সে সব পশ্চিমারা আজ এ সরকারের সঙ্গে কাজ করছে, ব্যবসা-বাণিজ্য করছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র গার্মেন্টস সেক্টরে কিছু অনিয়মের ধুয়া তুলে জিএসপি বাতিল করেছে, যদিও আমাদের সার্বিক রপ্তানিতে সেটি বড় কোনো বাধা নয়। জন্মের বিরোধি এই দেশটির কাছে পৃথিবীর কোনো দেশই নিরাপদ নয়। ফলে শেখ হাসিনাও যতটা সম্ভব তাদের সংস্পর্ষ এড়িয়ে সযত্নে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্বপ্নের বাংলাদেশকে। চলতি মেয়াদে ক্ষমতায় এসে সরকার পূর্বমুখী কুটনীতির দ্বার উন্মুক্ত করেছে। ‘কেবলমাত্র পশ্চিমা তোষন’এর দুষ্টু নীতি থেকে বেরিয়ে এসে ‘লুক ইস্ট’ পলিসি সরকারের জন্য চ্যালেঞ্জের ছিল বটে তবে শেখ হাসিনার অপরিমিত সাহস আর প্রজ্ঞা ও দুরদর্শিতায় সে চ্যালেঞ্জ কাটিয়ে ওঠেছে সরকার। আমাদের দেশের বৃহৎ প্রকল্পগুলোতে তাদের অংশগ্রহন তারই প্রমাণ। সকল নিন্দুকের মুখে ঝামা ঘষেই এগিয়ে চলেছে শেখ হাসিনার সরকার। জনগণের আশা-আকাঙ্খা বাস্তবায়নে শেখ হাসিনার চেয়ে আন্তরিক রাষ্ট্রনায়ক বাংলাদেশে আর দ্বিতীয়টি হবেনা।

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File