ওরা সুস্থ মানুষ ছিল

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৬ জানুয়ারি, ২০১৬, ০৭:৫৯:১০ সন্ধ্যা

গত ৫ জানুয়ারি ২০১৫ তারিখে সংসদ নির্বাচন বাতিলের দাবীতে বিএনপি-জামাতের ডাকা টানা অবরোধ- হরতাল সহিংসতায় প্রাণ হারানো ও অগ্নিদগ্ধদের এক বছর পূর্ণ হলো। বিএনপি-জামাতের অবরোধ-হরতালে দেশের বিভিন্ন ¯স্থানে পেট্রলবোমা হামলায় প্রাণ হারানো ও অগ্নিদগ্ধদের অধিকাংশই ছিল দিনমজুর, শ্রামিক, ট্রাক চালক/হেলপার এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি “। আজ এক বছর অতিবাহিত হলো স্বজনহারা পরিবারগুলোর। নিহতদের পরিবার ও অগ্লিদগ্ধ ব্যক্তিরা“রা কেমন আছেন, তা জানার চেষ্টা কি একবারও বিএনপি-জামাত করেছে ? একবারও কি ভেবে দেখেছে এ অসহায় পরিবারগুলোর করুন অব¯হা ? তবে কেন তারা জ্বালাও পোড়াও রাজনীতি করছে ? নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য যারা মানুষকে পুড়ে মারে তাদেরকে আমরা ঘৃনা করি। আসুন জ্বালাও-পোড়াও রাজনীতি পরিহার করে দেশের উন্নয়নের জন্য সরকারকে সহযযোগিতা করি।

বিষয়: বিবিধ

৮১৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356337
০৬ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৪২
অনেক পথ বাকি লিখেছেন : আসুন জ্বালাও-পোড়াও রাজনীতি পরিহার করে দেশের উন্নয়নের জন্য সরকারকে সহযযোগিতা করি।

একমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File