নির্মান শিল্পে অপার সম্ভাবনা বাংলাদেশের জাহাজ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৯:১০ বিকাল

জাহাজ নির্মাণ বাংলাদেশের একটি সম্ভাবনাময় এবং ক্রমবিকাশমান শিল্প। আধুনিক যুগের শুরু থেকে বাংলাদেশে জাহাজ নির্মাণের একটি দীর্ঘ ইতিহাস থাকলেও স্থানীয়ভাবে তৈরি জাহাজ রপ্তানি করার মাধ্যমেই মুলতঃ সাম্প্রতিক বছরগুলোতে জাহাজ নির্মাণ একটি প্রধান প্রতিশ্রুতিশীল শিল্পে পরিণত হয়েছে। বাংলাদেশের ২০০শ'র মতো জাহাজ নির্মাণ কোম্পানি রয়েছে যেগুলো ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল ও খুলনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বাংলাদেশে প্রায় অর্ধশতাধিক শিপইয়ার্ড এবং শতাধিক মেরিন ওয়ার্কশপ সক্রিয় রয়েছে। বাংলাদেশের তৈরি বিশ্বমানের জাহাজ ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহে বাংলাদেশের প্রতীক ধারণ করে জানান দিচ্ছে জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের উচ্চমানের কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা ও যোগ্যতার। ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, মোজাম্বিকসহ বিভিন্ন দেশে বাংলাদেশের জাহাজ রপ্তানির পর সর্বশেষ গত জুনে ‘এমভি স্টেলা আটলান্টিক’ জাহাজ রপ্তানি হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে। ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডসসহ ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অনেক দেশ বাংলাদেশের জাহাজ আমদানির দিকে ঝুঁকছে। তারা বিনিয়োগেও এগিয়ে আসছে। আগামী পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ আসবে জাহাজ নির্মাণ শিল্পে। এ সময়ের মধ্যে এই খাতে বিদেশি বিনিয়োগের পরিমাণ ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। বাংলাদেশ জাহাজের চাহিদার ক্ষেত্রে এখন পুরো নির্ভরশীল দেশই নয়, সেই সাথে জাহাজ রপ্তানিকারক দেশও। কয়েক বছরের মধ্যে এই খাত গার্মেন্টসের পর দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাতে পরিণত হবে। বর্তমানে দেশের জাহাজ নির্মাণ শিল্পে প্রায় ১ লাখ দক্ষ এবং দেড় লাখের বেশি অদক্ষ শ্রমিক কাজ করছেন। দেশে জাহাজ শিল্পের বিকাশ ঘটলে এ খাতের সংশ্লিষ্ট অনেক শিল্পের বিকাশ ঘটার সম্ভাবনা রয়েছে। জাহাজ রফতানি করে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার আয় বাড়বে, অন্যদিকে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সে সঙ্গে দেশে নতুন নতুন শিল্প স্থাপনের দ্বার উন্মোচন হবে।

বিষয়: বিবিধ

১৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File