অভূতপূর্ব সাফল্য প্রাথমিক শিক্ষাক্ষেত্রে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৪:৩৫ দুপুর

বিদ্যালয়ে গমন উপযোগী শিশুদের ভর্তির হার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে প্রাথমিক শিক্ষা শেষ করিবার হারও। শুধু ভর্তি আর প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার হার নহে, শিক্ষার্থীদের শেখবার যোগ্যতা এবং লৈঙ্গিক সমতাও বেড়েছে। সেই সাথে প্রাথমিকের শিক্ষকদের যোগ্যতাও বেড়েছে যথেষ্ট। অন্যদিকে হ্রাস পেয়েছে ঝরে পড়ার হার। প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অগ্রগতির এই চিত্র আমাদের আনন্দিত করিবে নিঃসন্দেহে। বর্তমানে বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে বহু ধারার শিক্ষা পদ্ধতি প্রচলিত আছে। প্রাথমিক শিক্ষার স্তর মানসম্মত করার জন্য সরকার আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। এই অধিদপ্তরের মাধ্যমে প্রাথমিক শিক্ষার স্তরের মানোন্নয়ন এবং উৎকর্ষ বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। উন্নয়নের একটি উল্লেখযোগ্য সূচক হইল শিক্ষা। মানবসম্পদ উন্নয়নে শিক্ষার ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। গোটা বিশ্ব বাংলাদেশের শিক্ষার অগ্রগতির ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ। বাংলাদেশ ইতোমধ্যেই তুমুল গতিতে দুস্তর পথ অতিক্রম করেছে এবং শিক্ষায় অভিগম্যতা ও সমতা অর্জনে অনেকদূর আগ্রসর হয়েছে। মানব উন্নয়নে বিনিয়োগ হওয়ায় বাংলাদেশ টেকসই ফল বয়ে আনছে। আমরা সকলে আশাবাদী সরকার বিদ্যমান বাধাগুলি অতিক্রম করে শিক্ষাক্ষেত্রে অগ্রগতির বর্তমান ধারা অব্যাহত রাখবে।

বিষয়: বিবিধ

৯৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File