প্রাথমিক শিক্ষায় এগিয়েছে দেশ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২১ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩৪:৫৮ দুপুর
শিক্ষা ব্যক্তির উন্নয়ন, সমাজের উন্নয়ন এবং দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। আর সেই শিক্ষার ভিত্তি তৈরি করে প্রাথমিক শিক্ষা। স্বাধীনতার ৪২ বছরে বৈশ্বিক প্রতিযোগিতার দৌড়ে প্রাথমিক শিক্ষার অগ্রগতিতে বাংলাদেশ বিশ্বের মডেল দেশে পরিণত হয়েছে। বর্তমানে প্রাথমিক স্তরে শিশু ভর্তির হার ৯৪.৫ শতাংশ। এই ধারা অব্যাহত থাকলে নিট ভর্তির হার শতভাগে পৌঁছাতে খুব একটা সময় লাগবেনা। উন্নতির বর্তমান অবস্থা বজায় থাকলে আমরা ২০১৯ সালের মধ্যে লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। প্রাথমিক শিক্ষা নিয়ে করা বেসরকারি সংস্থা ‘গণসাক্ষরতা অভিযান’-এর গবেষণা প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। প্রাথমিক শিক্ষায় বাংলাদেশ গত এক যুগ ধরে বিভিন্ন সূচকে অগ্রগতি হয়েছে। এই সময়ে বিদ্যালয়ে গমন-উপযোগী শিশুদের ভর্তির হার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে প্রাথমিক শিক্ষা শেষ করার হারও। শুধু ভর্তি আর প্রাথমিক শিক্ষা শেষ করার হার যে বেড়েছে তা কিন্তু নয়, শিক্ষার্থীদের শেখার যোগ্যতা, ঝরে পড়ার হার ও লৈঙ্গিক সমতা বেড়েছে। সেই সঙ্গে প্রাথমিকের শিক্ষকদের যোগ্যতাও বেড়েছে। উন্নতির বর্তমান অবস্থা বজায় থাকলে আমরা প্রাথমিক শিক্ষায় বিশ্বের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব।
বিষয়: বিবিধ
১০১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন