সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ফলেই সন্ত্রাস বিরোধী জোটে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৫:৩৮:৫১ বিকাল



ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স টু ফাইট টেরোরিজম’ (আইএমএএফটি)। সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জঙ্গি ও সন্ত্রাসবিরোধী জোটে বাংলাদেশও যোগ দিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধেই এই জোটের জন্ম। অসামরিক ও জাতিসংঘের উদ্যোগে যে কোনো উদ্যোগকে বাংলাদেশ স্বাগত জানাবে।বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ক্ষমতাসীন হয়ে সৌদি আরবের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনেন। আর তারই ফলস্বরূপ নতুন এক সৌদি আরবকে আমরা দেখছি। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সামরিক অভিযান সমন্বয় ও তাতে সহায়তা করতে সৌদি নেতৃত্বাধীন এ জোট গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশ এই কেন্দ্রে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার। এ ক্ষেত্রে সন্ত্রাস ও জঙ্গি দমনে তথ্য বিনিময় আমাদের অনেক সাহায্য করবে। বিশ্বে বাংলাদেশের সামরিক নেতৃত্ব যথেষ্ট প্রশংসা অর্জন করেছে।

বিষয়: বিবিধ

১৩৫০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354646
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৬
আকবার১ লিখেছেন : হাসিনা নিজেই সন্ত্রাসবাদী ও সহিংস জঙ্গি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File