‘জিরো টলারেন্স’ নীতির আলোকেই আইএসবিরোধী নতুন সামরিক জোটে বাংলাদেশ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪৭:০৯ দুপুর
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ৩৪টি মুসলিম প্রধান দেশ নিয়ে একটি নতুন সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এই সামরিক জোটের ‘যৌথ অপারেশন সেন্টার’ হবে রিয়াদে। সৌদি আরবের নেতৃত্বে জোটে রয়েছে, পাকিস্তান, আরব আমিরাত, মিশর, মালয়েশিয়া, তুরস্ক, নাইজেরিয়া, ইয়েমেন, মালদ্বীপ, কাতার, কুয়েত ফিলিস্তিন এবং আরও অনেক দেশ। সৌদি আরবে আইএস বিরোধী ৩৪ মুসলিম দেশের জোটে রয়েছে বাংলাদেশ। এই জোট ইরাক, সিরিয়া, মিশর আর আফগানিস্তানে সন্ত্রাসী ও চরমপন্থিদের বিরুদ্ধে লড়াই করবে। সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে অন্যান্য মুসলিম দেশের পাশাপাশি বাংলাদেশ এই জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের জন্য গর্ব।
বিষয়: বিবিধ
৭৮৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন