দৃঢ় ও গতিশীল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩০:৩৯ দুপুর
নবায়নযোগ্য জ্বালানি হিসেবে ২০২১ সাল নাগাদ আরও ২ হাজার মেগাওয়াট এবং ২০৩০ সাল নাগাদ ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও গতিশীল নেতৃত্বের জন্য বর্তমানে দেশের ৭৫ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে এবং ২০২১ সাল নাগাদ সকল নাগরিককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে উন্নয়নমুখী এই বর্তমান সরকারের। বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে ১৪ হাজার ৭৭ মেগাওয়াট ও ২০২১ সাল নাগাদ সরকারের ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ সরকার। বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে সরকার স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ করেছে যার কারনে বিগত ছয় বছরে গ্রামীন এলাকার ৩৬ লাখ ঘরবাড়িতে সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ খাতে সরকারের এমন অকুতোভয় উন্নয়নে সত্যিই গর্বিত আজ বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৮১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন