বদলে যাচ্ছে গ্রামীণ জীবন
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৫:০০:০৮ বিকাল
পদ্মার চরে জেগে ওঠা এক গ্রাম চর সুলতানপুর। কয়েক দশক আগেই ফরিদপুরের এই গ্রামটিতে বসতি স্থাপন শুরু হয়েছে। তবে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে অনেকটাই বঞ্চিত ছিল চর সুলতানপুরবাসী। নদীভাঙ্গা মানুষ হিসেবে ছোট করে দেখা হতো বাসিন্দাদের। চরের মানুষ হিসেবেই যেন ওরা ছিল নিন্দনীয়। সময়ের বিবর্তনে এখন সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া। বদলে গেছে চর সুলতানপুরবাসীর জীবনও। গ্রামের ছেলেমেয়েরা স্কুল-কলেজে পড়াশোনা করে। তাদের হাতে হাতে এখন দেখা মেলে স্মার্ট ফোনের। সৌরবিদ্যুতের কল্যাণে গ্রামে চলছে লাইট, ফ্যান ও টেলিভিশন। হাত বাড়ালেই মিলছে বিকাশ, আছে মোবাইল ফোন রিচার্জের সুবিধা। টেলিভিশনে ডিশ এন্টেনার সংযোগ থাকায় হলিউডের এঞ্জেলিনা জোলি ও পপ তারকা ব্রিটনিকে চেনে গ্রামের মানুষ। ইউনিয়ন অফিসের অনলাইন সুবিধায় পাচ্ছে কম্পিউটারাইজড জন্ম নিবন্ধন সনদপত্র। আর এসব সম্ভব হচ্ছে আইসিটি খাতে সরকারের বিশেষ সাফল্যের কারণে। ডিজিটাইজেশনের জোয়ারে ভাসছে দেশ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া দ্রুতগতিতে এগোচ্ছে। সরকার ঘোষিত ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে।
বিষয়: বিবিধ
৯১৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন