স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এখন ‘টানেল

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৩ নভেম্বর, ২০১৫, ০৪:০১:৫৩ বিকাল



দেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে টানেল। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে এই টানেল তৈরিতে সহায়তা দিচ্ছে চীন। কর্ণফুলী নদীর অপর প্রাপ্তে আনোয়ারা উপজেলায় রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ যোগাযোগ ব্যবস্থায় আমূল পরির্তন ঘটবে। এটিকে সরকারের আরেকটি যুগান্তকারী পদক্ষেপ। এ সংক্রান্ত কনস্ট্র্রাকশন অব মাল্টি লেন রোড টানেল আন্ডার দ্য রিভার কর্ণফুলী শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিতে যাচ্ছে সরকার। ২০২০ সালের জুনের মধ্যে এটি তৈরির কাজ শেষ করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। কর্ণফুলী নদীতে টানেলটি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রস্থল হিসেবে চট্টগ্রামের ভূমিকা শক্তিশালী হবে, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-এর জাতীয় মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, এশিয়া হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন, কর্ণফুলী নদীর দুইপারে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন, বর্তমানে চালু দুটি ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচলের চাপ কমবে এবং সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন ব্যবস্থা গড়ে উঠবে।

বিষয়: বিবিধ

৮৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File