শান্তিরক্ষায় বাড়ছে নারী বাংলাদেশি পুলিশদের সাফল্য

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৯ নভেম্বর, ২০১৫, ০৩:০০:৩২ দুপুর



একটা সময় ছিল নারী পুলিশ মানেই নানা দাপ্তরিক কাজে দায়িত্ব পালন। কিন্তু বর্তমানে নারী পুলিশের সদস্যরা দেশের গন্ডি পেরিয়ে যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশে প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে ভারি ও অত্যাধুনিক অস্ত্র হাতে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ পুলিশ বাহিনী শুধু দেশেই নয় বিদেশেও প্রশংসনীয় ভূমিকা রাখছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশ বাহিনী ভূমিকা রাখছে আন্তর্জাতিক পরিমন্ডলেও। পুলিশ বাহিনীর পুরুষ ও নারী সদস্যরা অস্ত্র হাতে ঝুঁকির মুখে মাঠের দায়িত্ব পালনের পাশাপাশি নানা সামাজিক দায়িত্বও পালন করছেন। এক সময় পুলিশ বাহিনীতে নারী পুলিশের সংখ্যা অনেক কম থাকলেও বর্তমানে এই সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে নারী পুলিশের সাফল্যগাঁথাও। বর্তমানে জাতিসংঘের ৯টি মিশনে আড়াই হাজার পুলিশ সদস্য কর্মরত। তাছারা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে এই পর্যন্ত প্রায় ৮ হাজার পুলিশ সদস্য অংশ নিয়েছেন। দায়িত্ব পালনে সফলতা ও কর্তব্যনিষ্ঠার কারণে জাতিসংঘের বিভিন্ন মিশনে বাংলাদেশের নারী পুলিশ সদস্যরা আজ প্রশংসিত।

বিষয়: বিবিধ

৭৩২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350497
২০ নভেম্বর ২০১৫ সকাল ০৬:১৫
রক্তলাল লিখেছেন : তোর ঠিক আগের পোস্টটা পড়।

ভারতের গোলাম হতে হতে মানুষের পর্যায়ে নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File