ভাল থাকার আছে কি উপায়?

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ নভেম্বর, ২০১৫, ০৪:০২:০৫ বিকাল

দেশে এখন সাধারণ মানুষের ভাল থাকার কোনো উপায় কি আছে? কেননা প্রতিক্রিয়াশীল কিছু তথাকথিত রাজনৈতিক নেতা আজ রঙ্গমঞ্চের অভিনেতায় অবতীর্ণ হয়েছেন – অভিনেতারা যেমন নিজের আত্মপরিচয়ের গন্ডি এড়িয়ে অন্য কোনো ব্যক্তিসত্বার প্রতিনিধিত্ব করে যার সাথে তার নিজস্ব অস্তিত্বের কোনো সংযোগ নেই, ঠিক তেমনি এ সকল নেতারা বক্তৃতা-বিবৃতিতে যত ইতিবাচক কথাই বলুন না কেন তাতে তাদের অন্তর্গত চেতনা আর বিশ্বাসের কোনো প্রতিফলন থাকে না। মিথ্যার বেসাতিতে জনগণকে বিভ্রান্ত করে নিজেদের হীন স্বার্থ উদ্ধার করাই থাকে তাদের মূল লক্ষ্য – জনগণ যেন তাদের বিকৃত ক্ষমতালিপ্সার আজন্ম গিনিপিগ। এদের অশুভ তৎপরতায় দেশে সুস্থ গণতান্ত্রিক রাজনীতির চর্চা ও সার্বিক স্থিতিশীলতা প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে – বিস্তার ঘটছে চাপাতি-সংস্কৃতির। দেশে আজ তালিকা করে লেখক, প্রকাশক, ব্লগার তথা বুদ্ধিজীবী হত্যার যে ধারার প্রচলন ঘটেছে তাতে একাত্তরে পরাজয়ের পূর্ব মুহূর্তে স্বাধীনতাবিরোধীদের বুদ্ধিজীবী হত্যার পৌনপুনিকতারই উত্থান – নেপথ্যের কুশী-লবদের পরিচয় তাই সচেতন জনতার কাছে এখন দিবালোকের ন্যায় স্পষ্ট। এ ঘরশত্রু বিভীষণরা যদি এই হুমকি উত্তরণের উপায় হিসেবে তথাকথিত জাতীয় ঐক্যের কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করে তবে তাদের অভিনেতা রুপই প্রকাশ পায়। দেশের জনতা আজ জানে কারা তাদের শক্র, কাদের প্ররোচনায় কলম এখন চাপাতির দুশমন? কারা বানিয়েছে উদারতা আর শান্তির ধর্মকে রাজনীতির হাতিয়ার? তাই তো গণতান্ত্রিক রাজনীতির ইতিবাচক নেতৃত্বে বদলে যাওয়া বাঙালির সম্মিলিত প্রতিরোধের চেহারা দেখে অস্তিত্ব হারানোর ভয়ে সেই অপশক্তির প্রতিভূরা আজ বিবৃতি দিয়ে সংকট উত্তরণে তথাকথিত জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছেন – বলছেন, আসুন একসঙ্গে পথ চলি। জাতীয় ঐক্যের জন্য যাদের এখন ডাকা হচ্ছে এক সময় তাদেরই সকল ইতিবাচক অর্জনকে মিথ্যা করে অব্যাহত উন্নয়ন অগ্রগতির চাকাকে উল্টা ঘুরিয়ে দেশকে অন্ধকারে ঠেলে দেয়ার অপচেষ্টা করা হয়েছিল – জনতা এ সত্য ভুলেনি। জনতার আজ বদ্ধমূল ধারনা - শুভশক্তির অব্যাহত বিকাশে এ সকল কুচক্রিদের ষড়যন্ত্রের নাগপাশ থেকে মুক্তি আসবেই।

বিষয়: বিবিধ

৭৫৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350009
১৭ নভেম্বর ২০১৫ সকাল ০৬:৫৯
রক্তলাল লিখেছেন : ভাল থাকার উপায় ছিল - কিন্তু তোর প্রভু হাসিনা ভূত মানুষের ঘাড়ে জোর করে চেপে আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File